—প্রতীকী ছবি।
দাদুকে হাসপাতালে দেখতে এসে নার্সের হাতে যৌন নিগ্রহের শিকার হলেন এক ব্যক্তি। সিঙ্গাপুরের এক হাসপাতালে রোগীর আত্মীয়কে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত হলেন এক ভারতীয় নার্স। যৌন হয়রানির অভিযোগ স্বীকার করার পর তাঁকে এক বছর দু’মাসের কারাদণ্ড এবং বেত মারার শাস্তি দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য স্ট্রেটস টাইমস’ জানিয়েছে, গত জুন মাসে খ্যাতনামা র্যাফেল্স হাসপাতালে এক তরুণকে যৌন নির্যাতন করেন ৩৪ বছর বয়সি এলিপে শিভা নাগু। এলিপের দাবি ছিল, তিনি শুধুমাত্র রোগীর আত্মীয়কে জীবাণুমুক্ত করতে সাহায্য করেছিলেন। ভারতীয় নার্সের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রকাশ্যে আসার পরেই তাঁকে পদ থেকে বরখাস্ত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আদালতের নথি থেকে অভিযোগকারীর বয়স-সহ বিস্তারিত তথ্য মুছে ফেলা হয়েছে। আদালতের শুনানিতে উল্লেখ করা হয়েছে, এই ঘটনা নির্যাতিতের মনের উপর স্থায়ী ছাপ ফেলে গিয়েছে। আদালতের সরকারি আইনজীবী ইউজিন ফুয়া শুনানির সময় জানিয়েছেন, নির্যাতিত গত ১৮ জুন নর্থ ব্রিজ রোডের হাসপাতালে তাঁর দাদুকে দেখতে গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রোগীর শৌচাগারে প্রবেশ করেন। সেখানে এলিপে উপস্থিত ছিলেন। তরুণকে জীবাণুমুক্ত করার অজুহাতে এলিপে তাঁর দিকে এগিয়ে আসেন। হাতে সাবান লাগিয়ে দেওয়ার অছিলায় তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।
এই ঘটনার পর নির্যাতিত তাঁর দাদুর শয্যার পাশে ফিরে যান। তার পর কী ঘটেছিল তা আর আদালতের নথিতে উল্লেখ করা হয়নি। ২১ জুন পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। এর দু’দিন পর এলিপেকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালত এলিপের সাজার কথা শুনিয়েছে।