viral video

মেডিক্যাল কলেজের হোস্টেল না সাপেদের আখড়া! বিষধর সরীসৃপের ভয়ে কাঁটা পড়ুয়ারা, প্রকাশ্যে ভিডিয়ো

সাপের ভয়ে হোস্টেলের ঘর ছেড়ে বেরোতে ভয় পাচ্ছেন অনেক শিক্ষার্থীই। বিশেষ করে রাতের দিকে সাপের ভয়ে বারান্দা ও হোস্টেলের চৌহদ্দিতে পা রাখতেও আতঙ্কে ভুগছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৬:৩১
Share:

ছবি: সংগৃহীত।

ডাক্তারি পড়ুয়াদের হোস্টেলে অবাধে ঘোরাফেরা করছে বিষধর সাপ। সরকারি মেডিক্যাল কলেজের হোস্টেলের সিসিটিভি ফুটেজে সাপের দেখা পাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হোস্টেলের বারান্দাতেই ঘুরতে দেখা গিয়েছে একাধিক সাপকে। সাপের ভয়ে হোস্টেলের ঘর ছেড়ে বেরোতে ভয় পাচ্ছেন অনেক শিক্ষার্থীই। বিশেষ করে রাতের দিকে সাপের ভয়ে বারান্দা ও হোস্টেলের চৌহদ্দিতে পা রাখতেও আতঙ্ক ভুগছেন তাঁরা। সেই সিসিটিভি ফুটেজই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ঘটনাটি তেলঙ্গানার মেহবুবনগরের মেডিক্যাল কলেজের হোস্টেলের। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাপগুলি এঁকেবেঁকে হোস্টেল চত্বরের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে। একটি সাপকে দেখে আতঙ্কে দিশেহারা হয়ে ছোটাছুটি করছেন এক শিক্ষার্থী। জামাকাপড় মেলার ফাঁকা জায়গায় একটি সাপকে বেরিয়ে এসে এক তরুণীকে তাড়া করতেও দেখা গিয়েছে। এই ঘটনা অভিভাবকদেরও আতঙ্কিত করেছে। সাপগুলি ধরার বা তাড়ানোর জন্য পদক্ষেপ করতে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তাঁরাও। কলেজ কর্তৃপক্ষের কাছে সাপ ধরার পেশাদার ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার জন্য চাপ দিচ্ছেন শিক্ষার্থীরাও। এ ছাড়া কলেজ ও হোস্টেলের ভবনগুলির মেরামতির দাবিও জানিয়েছেন তাঁরা।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘যদি কোনও পড়ুয়ার কিছু হয়ে যায়, তা হলে তার দায় কে নেবে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement