ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বৈদ্যুতিক গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন তরুণ। কিন্তু গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন তিনি। অন্য গাড়িতে ধাক্কা লাগার পর তরুণের গাড়ির মুখ অন্য দিকে ঘুরে যায়। সঙ্গে সঙ্গে দাউদাউ করে গাড়িটি জ্বলে ওঠে। গাড়ির দরজা আটকে যাওয়ার কারণে আর গাড়ি থেকে নামতে পারেন না তিনি। জ্বলন্ত গাড়ির ভিতরেই পুড়ে মৃত্যু হয় তাঁর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ক্ল্যাশ রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তায় একটি গাড়িকে দাঁড় করানো রয়েছে। সেই গাড়িতে কোনও ভাবে আগুন ধরে গিয়েছে। জ্বলন্ত গাড়ির দরজা ভেঙে চালককে বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সোমবার দক্ষিণ-পশ্চিম চিনের চেংদু এলাকায় ঘটেছে। মৃত চালকের নাম ডেং (৩১)। পুলিশ সূত্রে খবর, মদ্যপ অবস্থায় বৈদ্যুতিক গাড়িটি চালাচ্ছিলেন ডেং। নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িতে ধাক্কা মেরেছিলেন তিনি।
সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামার চেষ্টা করছিলেন ডেং। কিন্তু গাড়ির দরজা কোনও ভাবে আটকে যায়। বিপদ বুঝে প্রত্যক্ষদর্শীরাও সেখানে ছুটে গিয়েছিলেন। গাড়ির দরজা ভেঙে চালককে বার করে আনার চেষ্টা করছিলেন সকলে। কিন্তু সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। জ্বলন্ত গাড়ির ভিতর আগুনে পুড়ে মারা যান চিনের তরুণ।