Bizzare

সেট টপ বক্সের ভিতর লুকোনো ২ লক্ষ টাকা! দীপাবলির আগে ঘর পরিষ্কার করতে গিয়ে ‘যকের ধন’ পেয়েও হাত কামড়াচ্ছেন প্রৌঢ়া

দীপাবলি উপলক্ষে ঘরদোর পরিষ্কার করছিলেন মহিলা। সেট টপ বক্স পরিষ্কার করতে গিয়ে তার ভিতর থেকে একগাদা নোট খুঁজে পান তিনি। এত টাকা দেখে অবাক হয়ে যান প্রৌঢ়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ০৯:৩০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দীপাবলির আগে ঘরদোর পরিষ্কার করতে ব্যস্ত ছিলেন এক মহিলা। টিভির কাছে রাখা সেট টপ বক্সের উপর জমে থাকা ধুলো ঝাড়ছিলেন তিনি। হঠাৎ সেই বাক্স থেকে বেরিয়ে পড়ে ‘যকের ধন’। বাড়ির ভিতরেই যে তা বছরের পর বছর ধরে লুকোনো ছিল, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। এত টাকা দেখে চোখ ছানাবড়া হয়ে যায় তাঁর। কিন্তু তার পরেই শুরু হয় আফসোস। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় একটি ছবি (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) পোস্ট করে সেই ঘটনার উল্লেখ করা হয়েছে।

Advertisement

‘আর/ইন্ডিয়াসোশ্যাল’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে যে, ২ হাজার টাকার নোট থরে থরে সাজানো। মোট দু’লক্ষ টাকার নোট রয়েছে সেখানে। পোস্টদাতা জানিয়েছেন যে, দীপাবলি উপলক্ষে তাঁর মা ঘরদোর পরিষ্কার করছিলেন। সেট টপ বক্স পরিষ্কার করতে গিয়ে এই নোটগুলি তার ভিতরে খুঁজে পান তিনি। এত টাকা দেখার পর ভিরমি খেয়ে যান গৃহিণী। তবে, নোটগুলি ২ হাজার টাকার হওয়ায় হাত কামড়াতে হচ্ছে তাঁদের।

২০২৩ সালে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ২ হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ জারি করা হয়। পোস্টদাতার ধারণা, সেই সময় নিজের সংগ্রহে থাকা নোটগুলি ব্যাঙ্কে জমা দেননি তাঁর বাবা। সেট টপ বক্সের ভিতরেই লুকিয়ে রেখে দিয়েছিলেন। সেই পুরনো নোটই এত দিন পর খুঁজে পেলেন গৃহিণী। কিন্তু এই পরিস্থিতিতে তিনি কী করবেন, তা ঠাহর করতে পারছেন না।

Advertisement

তাই নেটাগরিকদের কাছে এই বিষয়ে পরামর্শ চেয়েছেন তিনি। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘দীপাবলি উপলক্ষে ঘর পরিষ্কার করতে গিয়ে আমার মা এক বার পুরনো শাড়ি থেকে ১০ হাজার টাকা খুঁজে পেয়েছিল। দীপাবলির এই তো ম্যাজিক।’’ আবার এক জন পরামর্শ দিয়ে লিখেছেন, ‘‘আপনি রিজ়ার্ভ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন। এই পরিস্থিতিতে কী করা প্রয়োজন, তা সেখান থেকেই জানা যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement