ছবি: এক্স থেকে নেওয়া।
ওয়ালমার্ট সুপারস্টোরের মধ্যে একা একা ঘুরে বেড়াচ্ছে এক বালিকা। চোখেমুখে বিরক্তি লেগে রয়েছে তার। যে তাকের সামনে দিয়েই সে হেঁটে যাচ্ছে, তার ভিতর থেকে জিনিস বার করে মেঝেয় ছুড়ে ফেলছে সে। ভেঙে ফেলছে বোতলও। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘আই মিম দেয়ারফোর আই অ্যাম’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওয়ালমার্টের ভিতর ঢুকে জিনিসপত্র তছনছ করছে এক বালিকা। তাক থেকে বোতল নিয়ে তা মেঝেয় ছুড়ে ভেঙেও ফেলছে সে। কোনও ভাবেই তাকে থামানো যাচ্ছে না। দোকানের ভিতর উপস্থিত অন্য ক্রেতারা তাকে বারণ করলেও কোনও কথায় কান দিচ্ছে না সে। বোতল ছুড়ে ভেঙে দেওয়ার পর তার দিকে এগিয়ে যান দোকানের কয়েক জন কর্মী। দোকানের ভিতর তছনছ করতে বারণ করা হয় তাকে। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। তবে ঘটনাটি কবে, কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ ওই বালিকার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। এক জন বলেছেন, ‘‘আমি যদি এমন আচরণ করতাম তা হলে মা আমার কান মুলে দিত।’’ আবার এক নেটব্যবহারকারীর কথায়, ‘‘বাচ্চাটির মনের মধ্যে তখন কী চলছিল তা বোঝা যায় না। এ সব বড় জটিল বিষয়।’’