Viral Video

মশা মারতে কামান দাগা! ক্ষুদ্র জীব নিধনে দু’লাখি টিভিই ভেঙে ফেললেন যুবক, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মশা মারার ব্যাট নিয়ে মশার পিছনে তাড়া করছেন এক যুবক। এর পর মশাটি গিয়ে তাঁর শোয়ার ঘরে থাকা স্মার্ট টিভির স্ক্রিনে গিয়ে বসে। রেগে যান যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৮:১২
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

কানের কাছে অনেক ক্ষণ ধরে ‘বাঁশি বাজাচ্ছিল’ মশা। বিরক্ত হয়ে গিয়েছিলেন যুবক। মশা মারার ব্যাট নিয়ে তেড়ে গিয়েছিলেন তার দিকে। তবে ক্ষতি হল তাঁরই। মশা মারার ব্যাটের আঘাতে ভাঙল দু’লাখি টিভি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মশা মারার ব্যাট নিয়ে মশার পিছনে তাড়া করছেন এক যুবক। এর পর মশাটি গিয়ে তাঁর শোওয়ার ঘরে থাকা স্মার্ট টিভির স্ক্রিনে গিয়ে বসে। রেগে যান যুবক। বৈদ্যুতিন ব্যাটের আঘাতে মারার চেষ্টা করেন ক্ষুদ্র জীবটিকে। কিন্তু ব্যাট লাগে টিভির পর্দায়। সঙ্গে সঙ্গে দামি টিভির পর্দায় চিড় ধরে যায়। অবাক হয়ে ফ্যালফ্যাল করে টিভির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন ওই যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তবে মশাটিকে যুবক শেষমেশ মারতে পেরেছিলেন কি না, তা ওই ভিডিয়ো থেকে জানা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভালা_স্টুডিয়োজ়’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মশা মারতে কামান দাগা। কী আহাম্মকের মতো কাজ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement