Viral Video

প্রেমিকার মতো আচরণ করছেন গৃহকর্মী! ‘মিষ্টি’ হুমকিও দিচ্ছেন ভয়েস নোটে, ভিডিয়ো পোস্ট করে দাবি যুবকের, পড়ল হইচই

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্যাট ওয়ান শর্মাজি’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ০৮:০২
Share:

—প্রতীকী ছবি।

প্রেমিকার মতো আচরণ করছেন গৃহকর্মী! হোয়াট্‌সঅ্যাপে ভয়েস নোট পাঠিয়ে প্রেমিকাসুলভ ভঙ্গিতে শাসাচ্ছেন। সেই সব ভয়েস নোটের স্ক্রিন রেকর্ডিং পোস্ট করে তেমনটাই দাবি করলেন বৈভব শর্মা নামে এক নেট ব্যবহারকারী এক যুবক। একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় বৈভব দাবি করেছেন, বাড়ির গৃহকর্মী তাঁর সঙ্গে প্রেমিকার মতো আচরণ করছেন মাঝেমধ্যেই। হোয়াট্‌সঅ্যাপে ভয়েস নোট পাঠাচ্ছেন। ভয়েস নোট পাঠিয়ে ফোন ধরার হুমকিও দিচ্ছেন প্রেমিকাসুলভ গলায়। তিনি যে ভয়েস নোট শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, সেখানে এক মহিলা কণ্ঠকে অনুযোগের স্বরে বলতে শোনা যাচ্ছে, ‘‘সোনু ভাই, আমার ফোন ধরো, না হলে খারাপ হয়ে যাবে।’’ অন্য একটি ভয়েস নোটে ওই একই মহিলা কণ্ঠকে বলতে শোনা গিয়েছে, ‘‘কালকে আমি আসব তো? তোমার সঙ্গে দেখা না হলে আমার ভাল লাগে না।’’ তৃতীয় এক়টি নোটে আবার মহিলাকে এক জন প্রেমিকার মতো ভঙ্গিতে বলতে শোনা গিয়েছে, ‘‘তুমি এখন শুয়ে পড়ো। তোমাকে চোখে হারাচ্ছি। শুভরাত্রি ভাইজান।’’

বৈভব সেই ভয়েস নোটগুলি একটি ভিডিয়োর মাধ্যমে পোস্ট করেছেন, তাঁরই ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘দ্যাট ওয়ান শর্মাজি’ থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভাইজান না কি বাইজান?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ রকম গৃহকর্মী কমই পাওয়া যায়। কেমন মিষ্টি হুমকি দিচ্ছে। কখনও এর হৃদয় ভেঙো না।’’ তৃতীয় এক নেটাগরিক লিখেছেন, ‘‘গৃহকর্মী এ রকম খেয়াল রাখলে তো প্রেমিকার কোনও দরকারই নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement