ছবি: ইনস্টাগ্রাম।
হিমাচলপ্রদেশের মনালীতে মধুচন্দ্রিমা পালন করতে গিয়েছিলেন নবদম্পতি। সেই মধুচন্দ্রিমা পালনের ভিডিয়ো প্রকাশ্যে এনে হইচই ফেললেন তাঁরা। ভিডিয়োটি ইতিমধ্যেই নেটাগরিকদের অনেকেরই নজর কেড়েছে। দম্পতির ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছিল তা-ও স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মনালীর একটি হোটেলে মধুচন্দ্রিমা পালনে গিয়েছেন এক নবদম্পতি। হোটেলের কামরা এবং বিছানা লাল বেলুন ও গোলাপ দিয়ে মনের মতো করে সাজিয়েছেন। বিছানার পাশেই একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। এর পর যুবক হাঁটু মুড়ে বসে একটি লাল বেলুন নিয়ে স্ত্রীকে প্রেম নিবেদন করেন। এর পর উঠে দাঁড়িয়ে চুমু এঁকে দেন স্ত্রীর কপালে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘তাহিরশাহ৫৭৫৮’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের কেউ কেউ বিষয়টিকে ‘আদিখ্যেতা’ বলে দাবি করেছেন। তবে অনেকেই আবার পুরো বিষয়টি ‘মিষ্টি’ মন্তব্য করে নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের কামনা করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘খুব মিষ্টি। আপনারা সারা জীবন এ ভাবেই সুখে এবং শান্তিতে থাকুন, কামনা করি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এত আদিখ্যেতা করার কী আছে! নিজেদের ভালবাসা নিজেদের কাছেই রাখুন।’’