viral video

বিবাহবিচ্ছেদ নিয়ে হতাশ, রাগে চলন্ত মেট্রোর কামরায় আগুন ধরালেন বৃদ্ধ! পুড়ে গেলেন যাত্রীরা, গ্রেফতার অভিযুক্ত

বিবাহবিচ্ছেদের কারণে বিরক্ত হয়ে মেট্রোর কামরায় আগুন ধরিয়ে দিলেন এক বৃদ্ধ। চোখের নিমেষে আগুন ধরে যায় গোটা কামরায়। আগুনের হলকায় আহত হন যাত্রীরা

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১২:২৯
Share:

ছবি: সংগৃহীত।

বিবাহবিচ্ছেদের কারণে মনমেজাজ খারাপ। সেই রাগেই চলন্ত ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দিলেন এক বৃদ্ধ। যাত্রীভর্তি মেট্রোর কামরায় তরল দাহ্য পদার্থ ঢেলে তাতে আগুন ধরিয়ে দিতেই দাউদাউ করে জ্বলে ওঠে কামরাটি। আতঙ্কে দিশেহারা হয়ে যাত্রীরা ছোটাছুটি করতে থাকেন। কামরাটি ভরে যায় ধোঁয়ায়। আগুন ধরাবার সময় বৃদ্ধের গায়েও আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে সাউথ কোরিয়ার রাজধানী সোলে। অভিযুক্ত বৃদ্ধের নাম ওন, বয়স ৬৭। ঘটনাটি ৩১ মের। একাধিক অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। আগুন লাগার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভি়ডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সমাজমাধ্যম এক্সে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওন বোতল থেকে তরল পদার্থটি ছুড়ে ছুড়ে কামরার মেঝেতে ছড়িয়ে দিচ্ছেন। আচমকা সেই ঘটনা দেখে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু পড়ে যায়। বিপদ বুঝে তাঁরা পড়িমড়ি করে দূরে ছিটকে সরে যান। এর পর আগুন ধরিয়ে দেন ওন। চোখের নিমেষে আগুন ধরে যায় গোটা কামরায়। আগুনের হলকায় আহত হন যাত্রীরা। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে ছ’জন যাত্রী আহত হন, এবং অভিযুক্ত-সহ আরও ২৩ জন শ্বাসকষ্টের কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মোট ১২৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় সাবওয়ের ট্রেনটি মারাত্মক ভাবে পুড়ে গিয়েছে। সরকারি সম্পত্তির ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা।

পুলিশ হেফাজতের পর ৯ জুন ওনকে আদালতে পেশ করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন যে বিবাহবিচ্ছেদের হতাশা থেকে ওন এই কাজটি করেছিলেন। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘এক্সএক্সভি_মোন’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা ৬০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকেরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। নিরাপত্তার ফাঁকফোকরগুলি মূল্যায়ন করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করার পরামর্শ দিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement