—প্রতীকী ছবি।
বেশির ভাগ চাকরিজীবীর জীবনই যান্ত্রিক ছন্দে আবর্তিত হতে থাকে। ঘুম থেকে ওঠা, অফিসে দৌড়নো, সময়ের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে আসা। আবার পরবর্তী দিনের জন্য প্রস্তুত হওয়া। মাঝেমাঝেই মনে হয় যদি কম কাজ করে পুরো বেতন হাতে পাওয়া যেত, কেমন হত! স্বপ্নের সেই চাকরির কি আদৌ কোনও অস্তিত্ব আছে? সম্প্রতি রেডিটে এমনই একটি অলীক চাকরির গল্প শুনিয়েছেন এক তরুণ। তিনি নিজে এমন একটি চাকরি করেন, যেখানে চাকরির সময় মাত্র কয়েক ঘণ্টা। মাসে এক সপ্তাহ কাজ করতে হয় তাঁকে। বছরের বেতনও কম নয়। ৬৬ লক্ষ টাকা বছরে আয় করেন এই তরুণ।
সম্প্রতি রেডিটে শেয়ার করা এই পোস্টটি নেটাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। পোস্টদাতা লিখেছেন, কাজের বাকি সময় টেলিভিশন দেখে, পডকাস্ট শুনে সময় কাটান। যখন তিনি এই কাজ শুরু করেন, তাঁর কোনও প্রথাগত শিক্ষা ছিল না বলেই রেডিট ব্যবহারকারী লিখেছেন। তিনি লিখেছেন, ‘‘আমি কঠোর পরিশ্রম করেছি, দ্রুত শিখেছি। এখন আমি প্রতি মিনিটে ৭৫ শব্দ টাইপ করি, প্রায় নির্ভুল ভাবে।’’ তাঁর এই অধ্যবসায়ের কারণে খুব তাড়াতা়ড়িই সংস্থার সুনজরে পড়ে যান তিনি। ক্লায়েন্টরাও তাঁর কাজে সন্তুষ্ট। সব দিক থেকে তিনি ছিলেন সংস্থার আদর্শ কর্মচারী।
তবে এই অবস্থাতেও বেশি দিন খুশি থাকতে পারেননি তিনি। তিনি স্বীকার করেছেন যে, এক সময় যে স্বাধীনতা এবং স্বাচ্ছন্দে রোমাঞ্চিত হতেন তা এখন একঘেয়েমির ফাঁদে পরিণত হয়েছে। এখন সব কিছুতেই কেবল বিরক্ত বোধ করেন। কিছু না করেই মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়তে শুরু করেছেন বলে জানিয়েছেন পোস্টদাতা। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এক জন ব্যবহারকারী লিখেছেন, “আপনি তো স্বপ্নের জীবনযাপন করছেন।’’ অন্য এক জন জিজ্ঞাসা করেছেন, ‘‘আমি এমন চাকরি কোথায় পাব?’’