ChatGPT

‘কী ভাবে আমি...’, চ্যাটজিপিটিকে করা এক প্রশ্নে হুলস্থুল স্কুলে, এল পুলিশ, গ্রেফতার কিশোর পড়ুয়া! কী সেই প্রশ্ন?

জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় কিশোরের দাবি ছিল, কারও ক্ষতি করার বিন্দুমাত্র ইচ্ছা তার ছিল না। তার প্রকৃত উদ্দেশ্য ছিল, শুধুমাত্র এক সহপাঠীকে বিরক্ত করা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১০:৪১
Share:

—প্রতীকী ছবি।

ক্লাস চলাকালীন বন্ধুকে কী ভাবে খুন করব? কৃত্রিম মেধা চ্যাটজিপিটিকে প্রশ্ন করে গ্রেফতার হল ১৩ বছর বয়সি এক পড়ুয়া। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লরিডার ডেল্যান্ডের সাউথওয়েস্টার্ন মিডল স্কুলে। হইচইও পড়ে গিয়েছে ঘটনাটিকে কেন্দ্র করে। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্কুলে ক্লাস চলাকালীন কম্পিউটারে চ্যাটজিপিটি খুলে বন্ধুকে খুন করার উপায় জানতে প্রশ্ন টাইপ করে অভিযুক্ত কিশোর। কম্পিউটারটি স্কুল কর্তৃপক্ষের হওয়ায় ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’-এর মাধ্যমে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। সঙ্গে সঙ্গে ওই পড়ুয়াকে শনাক্ত করা হয়। পুলিশকেও খবর দেওয়া হয়। এর পরেই দ্রুত পদক্ষেপ করে পুলিশ। স্কুল থেকেই গ্রেফতার করা হয় ১৩ বছর বয়সি ওই পড়ুয়াকে।

জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় কিশোরের দাবি ছিল, কারও ক্ষতি করার বিন্দুমাত্র ইচ্ছা তার ছিল না। তার প্রকৃত উদ্দেশ্য ছিল, শুধুমাত্র এক সহপাঠীকে বিরক্ত করা। পুরো বিষয়টি রসিকতা করে করেছে বলেও দাবি ওই পড়ুয়ার। যদিও সব দিক বিবেচনা করে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পড়ুয়াকে স্থানীয় এক জুভেনাইল হোমে রাখা হয়েছে বলে খবর। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

ঘটনাটিকে কেন্দ্র করে ফ্লরিডা জুড়ে হইচই পড়েছে। আলোড়ন পড়েছে নেটপাড়াতেও। স্কুলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কৃত্রিম মেধার অপব্যবহার এবং স্কুল কর্তৃপক্ষের নজরদারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement