Bizarre

সাড়ে তিন কোটির মালিক হবেন কে? পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে লড়াই ভাইবোনের! প্রকাশ্যে এল ভয়াবহ সত্য

২০২৫ সালের মার্চ মাসে মারা যান এক পরিবারের কর্তা। মৃত্যুর আগে তিনি ৩.৬ কোটি টাকার সম্পত্তির মালিকানা কেবল তাঁর ছেলের জন্য লিখে দিয়ে যান। বৃদ্ধের এক ছেলে ছাড়াও এক মেয়ে ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ০৭:৫৩
Share:

ছবি: প্রতীকী।

এমন গল্প বোধহয় রুপোলি পর্দাতেই দেখতে পাওয়া যায়। বাবার কোটি কোটি টাকার সম্পত্তির জন্য ভাই ও বোনের আইনি লড়াই। সেই লড়াইয়ের সময় প্রকাশ্যে আসে বহু দিন ধরে লুকিয়ে রাখা পারিবারিক কোনও সত্য। সিনেমার চিত্রনাট্যর মতো হুবহু এক ঘটনা ঘটেছে সম্প্রতি এক পরিবারে। মৃত বাবার রেখে যাওয়া ৩.৬ কোটি টাকার সম্পত্তি নিয়ে একে অপরের বিরুদ্ধে আদালতে নালিশ জানিয়েছিলেন ভাই ও বোন। সেই লড়াই লড়তে গিয়ে ফাঁস হল এক অদ্ভুত রহস্য।

Advertisement

‘সাউথ চায়না মর্নিং পোস্টে’র এক প্রতিবেদন অনুসারে, চিনের তিয়ানজিন শহরের এক পরিবারের কর্তা ২০২৫ সালের মার্চ মাসে মারা যান। মৃত্যুর আগে তিনি ৩.৬ কোটি টাকার সম্পত্তির মালিকানা কেবল তাঁর ছেলের জন্য লিখে দিয়ে যান। সানের ছেলে ছাড়াও একটি মেয়ে ছিলেন। তাঁকে সান ও তাঁর স্ত্রী ১৯৬৬ সালে দত্তক নিয়েছিলেন বলে জানা যায়। মারা যাওয়ার সময় সান তাঁর ছেলেকে বলে গিয়েছিলেন তাঁর দত্তক মেয়েকে যথাসাধ্য ক্ষতিপূরণ দিতে।

সানের ইচ্ছাপত্রে লেখা ছিল, ‘‘আমরা আমাদের মেয়েকে দত্তক নেওয়া নিয়েছি। আমরা সব সময় তাকে আমাদের নিজের সন্তানের চোখেই দেখেছি। কিন্তু আমাদের বৃদ্ধাবস্থায়, আমাদের ছেলেই আমাদের দেখাশোনা করত। আমরা তাকে বাড়িটি দিয়েছিলাম, এবং সে তার বোনকে ক্ষতিপূরণ দিতে চায়। আমরা আশা করি তোমরা দু’জন সত্যিকারের ভাইবোনের মতো একসঙ্গে থাকতে পারবে।’’

Advertisement

দত্তক কন্যা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। তাঁর যুক্তি, সম্পত্তি হস্তান্তর চুক্তিতে কেবল তাঁর বাবার স্বাক্ষর ছিল। তাঁর মায়ের অংশটির কথা উল্লেখ করা নেই সেখানে। সেই অংশে তাঁরও উত্তরাধিকারের দাবি রয়েছে বলে আদালতে জানান সানের দত্তক কন্যা। তিয়ানজিনের নানকাই জেলা গণ আদালতে শুরু হয় মামলা। সেখানে সানের কন্যা নতুন এক তথ্য তুলে ধরেন আদালতে। সেই তথ্য অনুসারে তিনি দাবি করেন যে তাঁর ভাইয়ের পারিবারিক নিবন্ধনের নথিতে দত্তক পুত্র বলে উল্লেখ করা হয়েছে। সেই তথ্য প্রকাশিত হওয়ার পর সানের ছেলে আদালতে কান্নায় ভেঙে পড়েন। ভাইবোনের মধ্যে কিছু ক্ষণ টানাপড়েনের পর মামলাটির মীমাংসা হয়েছিল। আদালত রায় দিয়েছিল সম্পত্তি ভাইয়ের কাছেই থাকবে। বোনকে ক্ষতিপূরণ হিসাবে ৬৬ লক্ষ টাকা দিতে হবে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement