ছবি: সংগৃহীত।
শহরের মাঝামাঝি প্রায় ২২০০ কোটি টাকা মূল্যের কয়েক কেজি গাঁজা পুড়িয়ে দিল পুলিশ। ধোঁয়ায় ঢাকল সারা শহর। নেশায় ডুবলেন মানুষজন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে তুরস্কের দিয়ারবাকির প্রদেশের লিজ়ে শহরে।
প্রতিবেদন অনুযায়ী, বহু দিন ধরেই লিজ়ে শহরে মাদকবিরোধী অভিযানে চালাচ্ছে স্থানীয় প্রশাসন। শহর গাঁজামুক্ত করার প্রচেষ্টায় ২০২৩ সাল থেকে প্রায় ২০ টন গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। সেগুলিই সম্প্রতি পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়, বাজেয়াপ্ত করা ওই বিশাল পরিমাণ গাঁজা শহরে মাঝে পুড়িয়ে দেওয়া হবে।
খবর, জনবসতি থেকে দূরে নিয়ে গিয়ে পোড়ানোর পরিবর্তে শহরের মাঝামাঝি জায়গায় গাঁজা পুড়িয়ে দেয় পুলিশ। এর ফলে ধোঁয়ায় ঢাকে শহর। পাঁচ দিন সেই ধোঁয়ার রেশ ছিল। সেই ধোঁয়ার কারণে শহরের মানুষও গাঁজার নেশায় বুঁদ ছিল বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, লিজ়ে শহরের জনসংখ্যা প্রায় ২৫ হাজার। গাঁজার ধোঁয়া শহর জুড়ে ছড়িয়ে যেতেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। স্থানীয়েরা তাঁদের দরজা-জানলা বন্ধ করেও রেহাই পাননি। অনিচ্ছা সত্ত্বেও নেশাগ্রস্ত হয়ে পড়েন শহরের বাসিন্দারা। অনেকেই মাথা ঘোরা এবং বমি বমি ভাব নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, নষ্ট করে দেওয়া গাঁজার আনুমানিক মূল্য ছিল প্রায় ১০০০০ কোটি তুর্কি লিরা (ভারতীয় মুদ্রায় প্রায় ২,২১৫ কোটি টাকা)। বলাই বাহুল্য, সেই খবরটি প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের মধ্যে হাসির ফোয়ারা ছুটেছে। আলোড়ন তুলেছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্যও করেছেন বিষয়টি জানার পর।