—প্রতীকী ছবি।
প্রকাশ্যে রাস্তার উপর একে অপরকে জড়িয়ে ‘আদর’ করছিল দু’টি সাপ! পেঁচিয়েও ফেলেছিল একে অপরকে। সেই দৃশ্য দেখতে থমকে গেল যান চলাচল। দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে শুরু করলেন অনেকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ মে নাগপুরের শৈলেশ নগরে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে রাস্তার ধারে একে অপরকে পেঁচিয়ে ধরেছে দু’টি সাপ। একে অপরকে অবলম্বন করে মাটি থেকে অনেকটা উপরে মাথা তুলে দিচ্ছে তারা। সেই দৃশ্য দেখতে রাস্তায় ভিড় জমে গিয়েছে। অনেকেই সাপ দু’টিকে ক্যামেরাবন্দি করছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে নাগপুর নিউজ় নামে একটি স্থানীয় সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। সেই পোস্টে লেখা, ‘‘১১ মে, রবিবার নাগপুরের শৈলেশ নগরে দু’টি সাপের মিলনের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। চোখের সামনে এই বিরল দৃশ্য দেখে স্থানীয়েরা হতবাক হয়ে যান।’’ ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার প্রাকৃতিক সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।