পশুরাজের খপ্পরে পর্যটকদের দল। ছবি: এক্স থেকে নেওয়া।
বিপদ বলেকয়ে আসে না। বিশেষ করে তা হিংস্র সিংহের ডেরায় তো নয়ই। সে কথা হাড়ে হাড়ে টের পেলেন জঙ্গলে ঘুরতে যাওয়া একদল পর্যটক। অন্তত তেমনটাই উঠে এসেছে সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয়। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের ফাঁকা রাস্তায় খোলা জিপে বসে রয়েছেন একদল পর্যটক। কিন্তু তাঁরা জানতেন না জিপের পিছনে দৌড়ে আসছে একটি বিশাল হিংস্র সিংহ। আচমকা গর্জন করে জিপের উপর ঝাঁপিয়ে পড়ে সিংহটি। কামড়ে ধরে জিপের জানলার হাতল। নখ দিয়ে আঁচড়াতে থাকে। পশুরাজের আকস্মিক হানায় আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয় পর্যটকদের। তাঁদের মধ্যে পিছনের আসনে বসা এক তরুণ এবং তরুণী একে অপরকে জড়িয়ে প্রাণপণে চিৎকার করে ওঠেন। তরুণ অদ্ভুত ভাবে এক লাফে পিছনে গিয়ে চিৎকার করতে থাকেন তারস্বরে। আতঙ্ক ফুটে ওঠে তাঁদের চোখেমুখে। তবে পর্যটকদের উপর হামলা চালায়নি সিংহটি। তাঁদের দিকে কিছু ক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে সেখান থেকে চলে যায় সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জার্নালিস্ট ফতিমা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। অনেকে আবার ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভয়ঙ্কর! কিন্তু ভিডিয়োটি দেখে সন্দেহও হচ্ছে। কৃত্রিম মেধা দিয়ে তৈরি নয় তো?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মৃত্যু বলেকয়ে আসে না। ওই পর্যটকেরা বরাতজোরে পশুরাজের হাত থেকে বেঁচে গিয়েছেন।’’