ফোনের বাক্সে ফোনের বদলে কী? ছবি: এক্স থেকে নেওয়া।
ই-কমার্স সংস্থা থেকে ১ লক্ষ ৮৬ হাজার টাকার মোবাইল অর্ডার করেছিলেন বেঙ্গালুরুর প্রযুক্তিবিদ তরুণ। কিন্তু বাক্স খুলতেই মাথায় হাত পড়ল তাঁর। ফোনের বদলে পেলেন দু’টুকরো টাইল্স। তেমনটাই দাবি করেছেন ওই তরুণ। সেই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। পুলিশ এবং সংস্থার তরফে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীপাবলি উপলক্ষে নামী ই-কমার্স সংস্থা থেকে একটি ১ লক্ষ ৮৬ হাজার টাকার ফোন অর্ডার করেছিলেন বেঙ্গালুরুর প্রযুক্তিবিদ তরুণ প্রেমানন্দ। নির্দিষ্ট দিনে অর্ডার ঢুকতেই ক্যামেরা চালু করে ফোনটি বাক্স থেকে বার করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু বাক্স খুলতেই তাজ্জব বনে যান ওই তরুণ। দেখেন, ফোনের বদলে দু’টি টাইলস ভরা রয়েছে ফোনের বাক্সের মধ্যে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, ক্রেডিট কার্ড মারফত ফোনের টাকা আগেই মিটিয়ে দিয়েছিলেন প্রেমানন্দ। তাই তাঁর চিন্তা আরও বাড়ে। ঘটনাটি ঘটার পরেই উপযুক্ত প্রমাণ নিয়ে জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল এবং স্থানীয় পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্ত শুরু হয়। এর মধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখে ই-কমার্স সংস্থার তরফে ওই তরুণের টাকা ফেরত দেওয়া হয়েছে বলে খবর।
তরুণের ফোনের বাক্স খোলার ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কর্নাটক পোর্টফোলিয়ো’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। সাড়ে সাত লক্ষের বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘টাকা ফেরত দিয়েছে বলে বেঁচে গিয়েছেন তরুণ। না হলে বিপদ হয়ে যেত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ই-কমার্স সংস্থাগুলিকে পণ্যের নিরাপত্তা সম্পর্কে আরও নিশ্চিত হতে হবে।’’