Viral Video

আশীর্বাদ চলাকালীন কনেকে বিরক্ত করছিলেন বৌদি, দেখে রেগে গেলেন পাত্র, ঘটালেন অদ্ভুত ঘটনা! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের পর বাড়ি ফিরে এসে পাত্রের বাড়ির উঠোনে বসে রয়েছেন নববিবাহিত বর-কনে। আশীর্বাদ পর্ব চলছে। পাত্র এবং পাত্রীকে ঘিরে বসে রয়েছেন পরিবারের সদস্যেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৫০
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের অনুষ্ঠানে অনেক সময় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। আত্মীয়দের কাণ্ডে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে দেখা যায় নববর-বধূকে। তবে মাঝেমধ্যে পরিজনদের কারণে হাসির রোলও ওঠে বিয়েবাড়িতে। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের পর আশীর্বাদ পর্ব চলাকালীন কী ভাবে নতুন বউকে উত্ত্যক্ত করছেন পাত্রের বৌদি। অদ্ভুত কায়দায় রীতি পালন করছেন। আর তা দেখেই বৌদিকে ধমক দেন ওই পাত্র। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের পর বাড়ি ফিরে এসে পাত্রের বাড়ির উঠোনে বসে রয়েছেন নববিবাহিত বর-কনে। আশীর্বাদ পর্ব চলছে। পাত্র এবং পাত্রীকে ঘিরে বসে রয়েছেন পরিবারের সদস্যেরা। এমন সময় পাত্রের বৌদি এসে বরের মাথায় একটি পিতলের পাত্র রাখেন এবং জোরে চেপে ধরেন। তা দেখে উপস্থিত সকলে হেসে ওঠেন। বরও হাসেন। কিন্তু এর পরেই কনের মাথায় একই ভাবে একটি কুলো চেপে ধরেন ওই মহিলা। আর তা দেখেই রেগে যান পাত্র। অদ্ভুত ভাবে ধমক দিয়ে ওঠেন বৌদিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আরিয়ান বিহারি ২.০’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন। বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘রীতির নামে কনেকে এ ভাবে উত্ত্যক্ত করা উচিত নয়। যুবক একেবারে সঠিক কাজ করেছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement