কুমির দেখে ভয় পেয়ে পিছোল সিংহ। ছবি: ইনস্টাগ্রাম।
জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল একটি সিংহ। কিন্তু নদী পার করার সময় আত্মারাম খাঁচাছাড়া হল তার। নদীতে বিশাল কুমিরের উপস্থিতি বুঝে ভয়ে পিছিয়ে গেল সে। পরে অন্য পথে গিয়ে সন্তপর্ণে নদী পেরোল পশুরাজ। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি বিশাল সিংহ। তার পিছু নিয়েছে চিত্রগ্রাহকদের একটি দল। জিপ নিয়ে পশুরাজের পিছনে চলেছেন তাঁরা। এমন সময় জঙ্গলের মধ্যে একটি সরু নদী আসে। সেই নদী পেরোনোর সিদ্ধান্ত নেয় সিংহটি। কিন্তু নদীর তীরে আসতেই জলের মধ্যে লাফিয়ে উঠে একটি কুমির। চমকে গিয়ে ভয়ে পিছিয়ে যায় সিংহ। বেশ কিছু ক্ষণ নদীর তীরেই অপেক্ষা করে। শেষমেশ খানিকটা দূরে গিয়ে সন্তর্পণে নদী পার হয় সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওয়াইল্ড_ফ্রেন্ডস’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সিংহ পশুরাজ হতে পারে, কিন্তু কুমিরও জলের রাজা। ছেড়ে কথা বলত না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সিংহ তো সাহসী বলে জানতাম, এখন দেখছি ভিতুর ডিম।’’