বোতলের ছিপি খুলে কী পেলেন শুল্ক কর্তারা? ছবি: এক্স থেকে নেওয়া।
বিমানবন্দরে দুবাই থেকে দিল্লি আসা এক যাত্রীর জলের বোতল দেখে সন্দেহ হয় শুল্ককর্তাদের। তাঁকে আটক করে বোতলের তল্লাশি চালাতেই প্রকাশ্যে এল ভয়ঙ্কর সত্য। চমকে গেলেন বিমানবন্দরে কর্মরত শুল্ক আধিকারিকেরাও। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অক্টোবর দুবাই থেকে এআই-৯৯৬ বিমানে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের আসেন এক যুবক। তাঁর হাতে ছিল একটি জলের বোতল এবং ব্যাগ। বিমান থেকে নামার পরেই তাঁকে দেখে সন্দেহ হয় শুল্ক আধিকারিকদের। গেট থেকে ধাওয়া করা হয় তাঁকে। অবশেষে গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ধরা পড়েন তিনি। তাঁর হাত থেকে জলের বোতল ছিনিয়ে নেওয়া হয়। পরে ওই বোতলের ঢাকনা খুলে সেখান থেকে বোতলের ছিপির মাপের একটি সোনার টুকরো উদ্ধার হয়। সোনা পাচারের অভিনব পন্থা দেখে অবাক হয়ে যান শুল্ক আধিকারিকেরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, যে সোনার টুকরোটি পাচার করা হচ্ছিল, সেটির ওজন ছিল ১৭০ গ্রাম।
ওই সোনার টুকরো উদ্ধার করার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদসংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে।