Viral Video

জোড়া বাঘের মুখে হানি ব্যাজার! হিংস্র শার্দুলদ্বয়ের সঙ্গে সমানে লড়াই চালাল ‘জঙ্গলের গুন্ডা’, তার পর? ভাইরাল ভিডিয়ো

হানি ব্যাজার বা র‍্যাটেল দেখতে পাওয়া যায় আফ্রিকা, দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে। এরা শক্ত চামড়ার স্তন্যপায়ী প্রাণী। বনের অন্যতম নির্ভীক প্রাণী হিসাবে খ্যাতি রয়েছে প্রাণীটির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১০:৩৮
Share:

বাঘ-হানি ব্যাজারের লড়াই। ছবি: এক্স থেকে নেওয়া।

এক দিকে ছোট্ট হানি ব্যাজার। অন্য দিকে দু’টি ভয়ঙ্কর বাঘ! জঙ্গলের রাস্তাতে মুখোমুখি হয়েছিল অসম শক্তির দুই প্রাণী। তার পরেও লড়াই লাগল। বিশাল বাঘের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করল হানি ব্যাজারটি। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে মুখোমুখি হয়েছে দু’টি বাঘ এবং হানি ব্যাজার। হানি ব্যাজার বা র‍্যাটেল দেখতে পাওয়া যায় আফ্রিকা, দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে। এরা শক্ত চামড়ার স্তন্যপায়ী প্রাণী। বনের অন্যতম নির্ভীক প্রাণী হিসাবে খ্যাতি রয়েছে প্রাণীটির। জঙ্গলে ছোট্ট প্রাণীটিকে দেখেই ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। নির্ভীক ভাবেই ওই বাঘকে জবাব দেয় সে। কিন্তু ক্ষমতায় পেরে ওঠে না। তবে হাল ছাড়েনি সে। বাঘ দু’টি তাকে হামলা করার চেষ্টা করলেই হানি ব্যাজারটি হামলা প্রতিহত করার চেষ্টা করে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, হানি ব্যাজার এবং দু’টি বাঘের লড়াই প্রায় এক ঘণ্টা চলে। তবে শেষমেশ নতিস্বীকার করতে হয় ছোট প্রাণীটিকে। তাকে মেরে ফেলে একটি বাঘ।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে বন সংরক্ষক পিএম ধাকতের এক্স হ্যান্ডল থেকে। ওই পোস্টে লেখা, ‘‘হানি ব্যাজার তার সাহসিকতা এবং দৃঢ়তার জন্য বিখ্যাত। এর পুরু চামড়া এবং শক্তিশালী দেহ এটিকে দীর্ঘ সময় ধরে টিকে থাকতে সাহায্য করেছিল। কিন্তু শেষমেশ বাঘের শক্তির কাছে নতিস্বীকার করতে হয়। জঙ্গলে এমন দৃশ্য বিরল।’’

Advertisement

ইতিমধ্যেই বহু মানুষ এক মিনিটের ভাইরাল ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘হানি ব্যাজারের অসাধারণ সাহস। এ রকম কিছু আগে কখনও দেখিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement