মুরগির পদ নিয়ে দু’পক্ষের মারামারি। ছবি: এক্স থেকে নেওয়া।
মুরগিভাজা এত কম দেওয়া হয়েছে কেন? তা নিয়েই রণক্ষেত্রে পরিণত হল বিয়েবাড়ি! দু’পক্ষের লড়াইয়ে আহত কমপক্ষে ১৫ জন। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌর জেলায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজনৌর জেলার একটি গ্রামে ওই বিয়ের আসর বসেছিল। সেখানেই ভাজা মুরগির একটি পদ নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে বরপক্ষ এবং কনেপক্ষ। পাত্রের পরিবারের সদস্যদের অভিযোগ ছিল, খাবার খাওয়ার সময় তাঁদের মুরগির ওই পদ পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে না। ঠিকমতো পরিবেশনও করা হচ্ছে না। এই নিয়ে হট্টগোল শুরু হলে কনের পরিবার তাঁদের জন্য আরও মুরগির মাংস এনে দেন। জানা গিয়েছে, তার পরেও সন্তুষ্ট হয়নি পাত্রপক্ষ। কনেপক্ষের বিরুদ্ধে অভদ্র ভাবে খাবার পরিবেশনের অভিযোগ তোলেন তাঁরা। এর পরেই দু’পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। শীঘ্রই তর্ক পরিণত হয় মারপিটে। একে অপরকে কিল, চড়, ঘুষি মারতে শুরু করেন তাঁরা। তর্ক-বিতর্ক এবং মারামারির কারণে তিন-তিন বার বিয়ের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, বর এবং কনের পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলার কারণে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। বর-কনের পরিবার শান্ত হওয়ার পর পুলিশি নিরাপত্তায় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। আহতদেরও হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁরা বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে খবর।
বিজনৌরের ওই বিয়েবাড়ির রণক্ষেত্রে পরিণত হওয়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে নিউজ় ফর ইউ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকেই আবার বিরক্তি প্রকাশ করেছেন সেই ভিডিয়ো দেখার পর।