সুপারবাইকে চড়ে বিয়ে করতে ঢুকছেন তরুণী। ছবি: ইনস্টাগ্রাম।
বিয়ে উপলক্ষে সেজে উঠেছে অনুষ্ঠানবাড়ি। চারদিকে আত্মীয়স্বজনের ভিড়, আলোর রোশনাই। তার মধ্যেই সকলকে চমকে দিয়ে উচ্চগতির ‘সুপারবাইক’ হায়াবুসা চালিয়ে বিয়েবাড়িতে ঢুকছেন কনে! তেমনই একটি ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভোপালে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভোপালে বসেছিল বিয়ের আসর। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে উপলক্ষে একটি অনুষ্ঠানবাড়ি সাজানো হয়েছে। চারিদিকে আলোর রোশনাই। আত্মীয়স্বজনের ভিড়। নিজেদের মধ্যে গল্প করছেন অনেকে। এমন সময় সেখানে উপস্থিত হন কনে। তাঁকে দেখে চমকে যান উপস্থিত সকলে। কারণ, একটি সাদা হায়াবুসা চালিয়ে বিয়ের মণ্ডপে ঢোকেন তিনি। তাঁকে দেখে হইচই পড়ে যায় অতিথিদের মধ্যে। চিত্রগ্রাহকেরা ক্যামেরা নিয়ে তাঁর দিকে এগিয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জাহিরখান৫৮০৯’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় ১৬ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার কনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘কনে আমার মন জয় করে নিয়েছে। কী আত্মবিশ্বাস! এখনকার দিনে মেয়েরা ছেলেদের থেকে কোনও অংশে কম নয়।’’