ছবি: সংগৃহীত।
সাধারণত কুকুরেরা ভালবাসা ও আদরের প্রত্যাশী। সামান্য স্নেহ পেলেই লেজ নাড়তে নাড়তে হাজির হয় সেখানে। কিন্তু মাঝে মাঝেই অজানা কারণে খেপে যায় প্রাণীটি। তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক তরুণকে কোনও কারণ ছাড়াই হঠাৎ আক্রমণ করে বসল একটি কুকুর। ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কোথায় ও কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে বিষয়ে কোনও সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার এক পাশে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তাঁকে দেখে লেজ নাড়ত নাড়তে এগিয়ে আসে একটি কুকুর। মুখ উঁচু করে তরুণের পায়ের কাছে আসতেই তরুণ অবোলা প্রাণীটির মাথায় হাত বোলাতে শুরু করেন। প্রথমে কুকুরটি লেজ নেড়ে আদর খেতে শুরু করে। তার পর হঠাৎই কুকুরটি দু’পায়ে ভর দিয়ে তরুণের গায়ের উপর উঠে পড়ে। তাতেও বিচলিত হননি তিনি। কুকুরটির গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করেন। বেশ কয়েক সেকেন্ড ধরে কুকুরটিকে আদর করেন তরুণ। প্রাণীটিকে সরিয়ে দিতে চাইলেও সেটি তাঁর গায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। পর মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা। তরুণ কুকুরটির মুখের সামনে হাত দিতেই খেপে গিয়ে হাতে দাঁত বসিয়ে দেয় সে।
ভিডিয়োটি ‘রাঠৌর’ নামের এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তা প্রচুর মানুষ দেখেছেন। ভিডিয়োটি ১৭ লক্ষ বারের বেশি দেখা হয়েছে। সাড়ে ছ’হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটিতে লাইক দিয়েছেন। কুকুরের আচরণ নিয়ে নেটাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, তরুণ এমন কিছু করেছেন যার জন্য বিরক্ত হয়ে কুকুরটি এমন আচরণ করেছে। আবার অনেকের মতে রাস্তার কুকুরের সঙ্গে দূরত্ব রাখাই ভাল।