ছবি: সংগৃহীত।
জলে মড়ার মতো ভেসে আসছে বিশাল এক কুমির। পাশ দিয়েই নৌকায় যাচ্ছিলেন এক দল জেলে। কৌতূহলী হয়ে তাঁরা এগিয়ে গেলেন কুমিরটির দিকে। মরা কুমির ভেবে লাঠির ঘা মেরে, লেজ টেনে দেখতে গেলেন কয়েক জন। আর তাতেই ঘটল বিপত্তি। জলের ‘মরা দানব’ হঠাৎ করেই তেড়ে এল নৌকার দিকে। আচমকা আক্রমণে দিশেহারা হয়ে পড়লেন নৌকার যাত্রীরা। ভয়ে চিৎকার করে উঠলেন সকলেই। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
‘হিয়ারইওরজাম্পস্কেয়ার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, নদীতে ভেসে আসছে একটি বিরাট কুমির। স্রোতের টানে এমন ভাবে কুমিরটি ভেসে আসছিল, যা দেখে মনে হচ্ছিল সেটির দেহে প্রাণ নেই। মৃত ভেবে কুমিরটিকে দেখে উৎফুল্ল হয়ে ওঠেন তাঁরা। কুমিরটি ভাসতে ভাসতে নৌকার একেবারে কাছে চলে আসতেই সেটিকে উত্ত্যক্ত করতে শুরু করেন জেলেরা। এক জন লাঠি নিয়ে কুমিরের মুখে খোঁচা মারতে শুরু করেন। অন্য জন প্রাণীটির লেজ ধরে টানতে থাকেন। বিরক্ত হয়ে কুমিরটি হঠাৎ করেই তাঁদের দিকে তেড়ে যায়। অপ্রত্যাশিত আক্রমণে চমকে যান সকলে। তবে এই ঘটনায় যাত্রীদের বা নৌকার কোনও ক্ষতি হয়নি। আচমকা জলের ঝাপটা আসায় হতচকিত হয়ে পড়েন সকলেই।
চার দিন আগে পোস্ট হওয়া ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচই পড়েছে সমাজমাধ্যমে। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে জেলেদের আচরণের সমালোচনা করেছেন। এক জন লিখেছেন, ‘‘এটি সত্যি একটি আতঙ্কের ভিডিয়ো।’’