Viral Video

মাটির মধ্যে ওটা কী? ক্রেন দিয়ে মাটি তুলতে গিয়ে উঠল দৈত্যাকার সাপ! তার পর... ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

ক্রেন দিয়ে মাটি খোঁড়ার সময় বেরিয়ে এল এক বিশালাকৃতির সাপ। হাঁ করে তাকাল ক্রেনটির দিকে। দেখে মনে হল বাগে পেলে সেটিকে সে গিলে খাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৫:৫৪
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

জলাভূমি থেকে ক্রেনের সাহায্যে মাটি তোলা হচ্ছে। কিন্তু মাটির সঙ্গেই উঠে এল ভয়ঙ্কর আকৃতির সরীসৃপ। ক্রেন দিয়ে মাটি খোঁড়ার সময় বেরিয়ে এল এক বিশালাকৃতির সাপ। হাঁ করে তাকাল ক্রেনটির দিকে। দেখে মনে হল বাগে পেলে সেটিকে সে গিলে খাবে। শিহরন জাগানো সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জলাভূমি থেকে ক্রেনের সাহায্যে মাটি তোলা হচ্ছে। মাটি যত উঠছে, সেখানে জলের স্রোতও তত বাড়ছে। কিন্তু সেই জলাভূমিতেই যে ঘাপটি মেরে বসেছিল স্বয়ং সাপ, তা জানা ছিল না। ক্রেনে করে মাটি তুলতেই তাতে উঠে এল একটি দানবাকৃতি সাপ। সাপটির পছন্দের জায়গা থেকে তাকে এ ভাবে তুলে আনায় বিরক্ত হল সে। ভয়ঙ্কর সরীসৃপটি হা করে তাকাল ক্রেনটির দিকে। দেখে মনে হল, ক্রেনটিকে বাগে পেলে তখনই সেটিকে গিলে খেয়ে নেবে সাপটি। ক্রেনে বসেই ছটফট করতে লাগল সেটি। সাপটির ছটফটানিতে সমস্ত মাটি সেখান থেকে পড়ে গেল। ক্রেনটিও নড়া বন্ধ করে দিল। এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেটি। সাপটিও জলের মধ্যে লেজ ঝুলিয়ে সেখানে চুপটি করে শুয়ে রইল। ভয়ঙ্কর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘দ্যরিয়্যালটারজ়ন’ নামের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর নেটাগরিক লাইক ও কমেন্ট করেছেন। নানা রকম মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement