ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
জলাধারের পাশে ঘাপটি মেরে বসে রয়েছে সাপ। তার আশপাশে ঘুরে বেড়াচ্ছে নিরীহ সিগাল প্রজাতির সামুদ্রিক পাখি। সাদা রঙের পাখিটি আনন্দের সঙ্গে মাথা নাড়াতে নাড়াতে ঘুরে বেড়াচ্ছে। তখনও সে বুঝতে পারেনি যে মৃত্যু তার থেকে একটু দূরেই, তারই অপেক্ষায় ‘শুয়ে’ রয়েছে। পাখিটি সাপের দিকে পা বাড়াতে নেমে এল শঙ্কা। সাপটি লাফিয়ে এসে কামড়ে ধরল সিগালটির লেজ। তাকে এক কামড়েই মাটিতে লুটিয়ে দিল সাপটি। তার পর নিজের খসখসে শরীর দিয়ে সাদা পালকে ঢাকা পাখির নরম শরীরটিকে পেঁচিয়ে ধরল ভয়ানক সরীসৃপটি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জলাধারের পাশে মাথা নাড়াতে নাড়াতে ঘুরে বেড়াচ্ছে একটি সিগাল। তার থেকে একটু দূরে ঘাপটি মেরে শুয়ে রয়েছে একটি সাপ। সিগালটি দু’পা এগোতেই সাপটি লাফিয়ে এল। কামড়ে ধরল সিগালটির লেজ। আচমকা কামড় খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল পাখিটি। সেই সুযোগে সাপটি জড়িয়ে ধরল পাখিটির সারা শরীর। মাথায় বসাল জোরালো কামড়। সিগালটিকে আত্মরক্ষার কোনও সুযোগই দিল না ভয়ঙ্কর সরীসৃপটি। সে ডানা ঝাপটানোর চেষ্টা করলেও পারল না। হার মেনে নিল সিগালটি। সাপটি অন্য দিকে তার প্যাঁচের জোর বাড়াতে লাগল। পাখিটি ঝিমিয়ে পড়ল, শেষে প্রাণ হারাল সে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘দ্যরিয়্যালটারজ়ন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রায় কুড়ি হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিয়োটির মন্তব্যবাক্সে নেটাগরিকেরা নানা রকমের মন্তব্য করেছেন। নেটাগরিকদের একদল ভিডিয়োটি যিনি করেছেন তাঁকে নানা খারাপ কথা বলেছেন। তাঁদের মতে সেই ব্যক্তির ভিডিয়োটি না তুলে পাখিটিকে বাঁচানোর চেষ্টা করা উচিত ছিল।