ছবি: সংগৃহীত।
বাঁদরের সঙ্গে সখ্য গড়ার চেষ্টা করছেন মানুষ, সমাজমাধ্যমে প্রায়ই চোখে পড়ে এমন ভিডিয়ো। কখনও খাবার দিয়ে, কখনও বা হাত বাড়িয়ে ‘সই’ পাতানোর চেষ্টা করতে দেখা গিয়েছে অনেককেই। এই কাজ করতে গিয়ে অনেক সময়ই বাঁদরের বাঁদরামি সহ্য করতে হয়। তেমনই এক ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। একপাল বাঁদরকে ভালবেসে বিস্কুট খাওয়াতে গিয়েছিলেন এক তরুণী। কিন্তু বাঁদরকে খাওয়াতে গিয়ে তিনি যে ভাবে প্রত্যাখ্যাত হলেন, সেই ভিডিয়োটিই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে হাসির তুফান উঠেছে নেটমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পাঁচিলের উপর সারি দিয়ে বসে রয়েছে একপাল বাঁদর। তাদের দিকে এক প্যাকেট বিস্কুট নিয়ে এগিয়ে যাচ্ছেন এক তরুণী। প্রথমে একটি বাঁদরের দিকে বিস্কুট বাড়িয়ে দেন তিনি। ছোট আকারের বাঁদরটি বিস্কুট হাতে নিয়েই ফেলে দিয়ে সরে পড়ে সেখান থেকে। হতাশ মুখভঙ্গি করে ক্যামেরার দিকে তাকান তরুণী। তবে, একটি বাঁদরের প্রত্যাখ্যানেই হাল ছাড়েননি তিনি। সাহস করে এগিয়ে যান বাঁদরের পালের দিকে। প্রাপ্তবয়স্ক বাঁদরগুলি মেয়েটির হাত থেকে একের পর এক বিস্কুট কেড়ে নেয়। কিন্তু গন্ধ শুঁকেই সেগুলি ছুড়ে মাটিতে ফেলে দেয়। অপমানে মুখ লাল হয়ে যায় তরুণীর। তিনি যে বিব্রত বোধ করছেন তা তাঁর হাবেভাবে স্পষ্ট হয়ে ওঠে।
এক্স হ্যান্ডলে ‘ঝন্টু জেঠা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়ো দেখে হাসি থামাতেই পারছেন না নেটাগরিকেরা। ভিডিয়োটি ২ লক্ষ ২৮ হাজার বার দেখা হয়েছে। সাড়ে চার হাজার লাইক জমা পড়েছে ভিডিয়োয়। মন্তব্য বিভাগ ভরে উঠেছে নানা মজাদার মন্তব্যে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বাঁদরগুলি তরুণীকে নিয়ে মজা করেছে। এটা তো ভয়াবহ অপমান!’’ আর এক জন লিখেছেন ‘‘বাঁদর বলে কি তাদের যা খুশি খেতে দেওয়া যায়?’’