ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
জঙ্গলের মাঝের একটি মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে আফ্রিকার সরীসৃপদের ‘রাজা’। সেই পথেই হেঁটে যাচ্ছিল ‘বনের রানি’। মুখোমুখি দেখা হল দু’জনার। সিংহীটি চোখের সামনে ব্ল্যাক মাম্বাকে দেখতে পেয়ে থমকে দাঁড়াল। ব্ল্যাক মাম্বাটিও সিংহীর দিকে মাথা তুলে এগিয়ে গেল। বেগতিক বুঝতেই সিংহীটি তার সামনের পায়ের থাবা তুলে ব্ল্যাক মাম্বার সরু গায়ের উপর এক বাড়ি মারল। থাবার আঘাতে সাপটি পথের এক পাশে গিয়ে ছিটকে পড়ল। দুই ভয়ঙ্কর জীবের সংঘর্ষের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে আফ্রিকায়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মাঝের পথে মাথা তুলে শুয়ে রয়েছে আফ্রিকার ‘মৃত্যুদূত’। জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই পথেই এসে উঠল সিংহী। পথের মাঝে ব্ল্যাক মাম্বাকে শুয়ে থাকতে দেখে সে থমকে দাঁড়াল। ব্ল্যাক মাম্বাটি সিংহীকে দেখে আস্তে আস্তে সেটির দিকে এগোতে লাগল। শ্বাপদটি নড়াচড়া না করে সাপটির দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তার পরই এল সেই মুহূর্ত। ব্ল্যাক মাম্বাটি সবে সিংহীটিকে দংশন করার জন্য এগোতে গিয়েছে, ঠিক তখনই ‘বনের রানি’ থাবা তুলে সাপটির গায়ে জোরে একটি ঘা মারল। থাবার বাড়ি খেয়ে সাপটি পথের এক পাশে গিয়ে ছিটকে পড়ল। সাপটির পিছনে লেজের কাছে একটি মৃত পাখি সেটিকে কামড়ে ধরে ছিল। হয়তো ব্ল্যাক মাম্বাকে মামুলি কোনও সরীসৃপ ভেবে সে খেতে এসেছিল, উল্টে পাখিটি নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সেটি সমেতই পথের ধারে পড়ে থাকলভয়ঙ্কর সরীসৃপটি। আর উঠে আসতে পারল না। বন্য জীবনের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘পেইন্টেডডগ.টিভি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় ৩৩ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা ধরনের মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন।