ছবি: এক্স থেকে নেওয়া।
পাথরের খাদানে পড়ে গিয়েছে নিরীহ সারমেয়। উপরে উঠে আসার জন্য মরিয়া সে। কিন্তু বার বার ওঠার চেষ্টা করেও সফল হচ্ছে না। বালি ও মাটিতে পিছলে প্রতি বারই সে নীচে গর্তের মধ্যে পড়ে যাচ্ছে। একটি মাটি কাটার যন্ত্রের সাহায্যে তাকে উদ্ধার করার চেষ্টা করা হল। কিন্তু তাতেও লাভের লাভ হল না। কুকুরটি সেখান থেকেও ধপ করে নীচে পড়ে গেল। তবে এত বার পড়ার পরও সে হাল ছাড়ল না। কুকুরটি বার বার পড়ে গিয়েও উঠে দাঁড়াল, গভীর সেই গর্ত থেকে ওঠার চেষ্টা করতে থাকল সে। তার পর যেটা ঘটল, সেটা অবাক চোখে দেখার মতো ঘটনা। কুকুরটি নিজে নিজে মাটি কাটার যন্ত্রের সামনের অংশটিতে গিয়ে চুপটি করে উঠে বসল। সেটি উপরে উঠে রাস্তার কাছে গেল, তার পর কুকুরটি লাফ দিয়ে নেমে গেল। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাথরের খাদান থেকে প্রাণপণে উপরে ওঠার চেষ্টা করছে একটি কুকুর। সে কী ভাবে সেখানে পড়ে গিয়েছে তা যদিও ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি। কিন্তু সারমেয়টিকে উদ্ধার করার জন্য এগিয়ে এসেছে একটি মাটি কাটার যন্ত্র। সেটির সামনের ভাগে বসে উঠতে গিয়ে ছটফট করতে করতে হুট করে পড়ে গেল কুকুরটি। পড়ে যাওয়ার পর চারপেয়েটি সঙ্গে সঙ্গে আবার নিজে হেঁটে হেঁটেই গর্ত থেকে বেরোনোর চেষ্টা করা শুরু করে দিল। কিন্তু ঝুরো মাটি ও বালির জন্য সেখান থেকে উঠে আসতে পারল না সে। পিছলে আবার নীচেই পড়ে গেল। ‘বুদ্ধিমান’ সারমেয়টি তখন নিজে থেকেই মাটি কাটার যন্ত্রটির সামনের অংশটিতে গিয়ে বসল। চুপটি করে, শান্ত ‘শিশু’র মতো হাত-পা গুটিয়ে বসে থাকল সে। তার পর গাড়িটির সামনের অংশটি গর্তের ভিতর থেকে রাস্তার উপর উঠে এল। কুকুরটি চুপচাপ সেখান থেকে নেমে চলে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘ঘর কা কলেশ’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় এক লক্ষ বারের বেশি ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় দু’হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন।