ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাইক ছুটিয়ে ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক তরুণ। রাস্তার মাঝে এক মস্ত বড় অজগরকে শুয়ে থাকতে দেখলেন তিনি। সঙ্গে সঙ্গে মাঝরাস্তায় বাইক থামিয়ে নেমে পড়লেন তরুণ। দৌড়ে গেলেন অজগরটির কাছে। তার পর খালি হাতে অজগরটিকে পাঁজাকোলা করে তুলে নিলেন তিনি। অজগরের কারণে রাস্তায় ট্রাফিক থমকে গেল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ক্যুরিয়ারমেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ একটি মস্ত বড় অজগরকে পাঁজাকোলা করে তুলে রাস্তা পার করছেন। তার পর অজগরটিকে রাস্তার ধারে জঙ্গলের মধ্যে ছেড়ে দেন তিনি।
এই ঘটনাটি অস্ট্রেলিয়ার সানশাইন কোস্টের মালেনি এলাকায় ঘটেছে। তরুণের এই কাণ্ড দেখে ট্রাফিক থমকে গেল। তরুণ যেন সাবধানে রাস্তা পার করতে পারেন, সে কারণে গাড়িগুলি সারি বেঁধে দাঁড়িয়ে পড়ল। আসলে, সেই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন তরুণ। রাস্তায় একটি অজগরকে শুয়ে থাকতে দেখে বাইক থামিয়ে অজগরের দিকে ছুটে যান তিনি। তার পর অজগরটিকে কোলে তুলে জঙ্গলে ছেড়ে দেন তরুণ।