Viral Video

চটপট খাবার সাবাড়! কলা এগিয়ে দিতেই শুঁড়ে পেঁচিয়ে মুখে ভরছে হস্তীশাবক, মজার ভিডিয়ো ভাইরাল

একটি হস্তীশাবক শুঁড় বাড়িয়ে কলা খাচ্ছে। এক তরুণী ঝুড়ি থেকে কলা বার করে হাতিটির দিকে এগিয়ে দিচ্ছেন। কিন্তু কলা দেওয়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১২:০৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কাঠের পাটাতনের উপর সামনের দুই পা তুলে রয়েছে এক হস্তীশাবক। জুলজুল করে এক তরুণীর দিকে তাকিয়ে রয়েছে সে। যতটা সম্ভব ওই তরুণীর দিকে শুঁড় বাড়িয়ে রয়েছে হাতির ছানাটি। কারণ, সেই তরুণীর কাছেই রয়েছে লোভনীয় খাদ্য। সেই লোভেই আকৃষ্ট হয়েছে বাচ্চা হাতিটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এলিফ্যান্টরেসকিউয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হস্তীশাবক শুঁড় বাড়িয়ে কলা খাচ্ছে। এক তরুণী ঝুড়ি থেকে কলা বার করে হাতিটির দিকে এগিয়ে দিচ্ছেন। কিন্তু কলা দেওয়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে কলাটি শুঁড়ে পেঁচিয়ে মুখে ভরে ফেলছে হস্তীশাবকটি। চটপট সেই খাবার সাবাড় করে দিচ্ছে সে।

একটি কলা চিবিয়ে শেষ করতে না করতেই পরের কলাটি নেওয়ার জন্য তরুণীর দিকে শুঁড় বাড়িয়ে দিচ্ছে পেটুক হাতি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমের পাতায় হাসির বন্যা বয়ে গিয়েছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কলা খেয়ে মনে হয় হাতিটির খুব ভাল লেগেছে। তাই আর লোভ সামলাতে পারছে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement