Viral Video

সন্তানের ডাক শুনে চমকে উঠল পশুরাজ, পরিস্থিতি সামাল দিতে এল সিংহী, মজার ভিডিয়ো ভাইরাল

বড় পাথরের গায়ে হেলান দিয়ে বসে জিরোচ্ছিল এক সিংহ। পাথরের আড়াল থেকে ধীর পায়ে সিংহের দিকে এগিয়ে যাচ্ছিল তার শাবক। পিছন থেকে এসে হঠাৎ করে ডেকে উঠল সিংহশাবকটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ০৭:৪৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বড় পাথরের গা ঘেঁষে বসেছিল একটি সিংহ। বসে বসে আরাম করছিল সে। কিন্তু তার ঘোর কাটল সিংহশাবকের ‘হুঙ্কারে’। পাথরের পিছন দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এসে বাবাকে ভয় দেখাল সে। সন্তানের ডাক শুনে চমকে উঠল পশুরাজ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ওয়াইল্ডলাইফরেসকিউয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বিশ্রামরত সিংহ তার সন্তানের ডাক শুনে ভয় পেয়ে চমকে উঠেছে। বড় পাথরের গায়ে হেলান দিয়ে বসে জিরোচ্ছিল এক সিংহ। পাথরের আড়াল থেকে ধীর পায়ে সিংহের দিকে এগিয়ে যাচ্ছিল তার শাবক। পিছন থেকে এসে হঠাৎ করে ডেকে উঠল সিংহশাবকটি।

পশুরাজ বিশ্রাম নিতে এতই মজে গিয়েছিল যে, তার সন্তান কখন পাশে এসে দাঁড়িয়েছে তা খেয়ালই করেনি। হঠাৎ করে শাবকের ডাক শুনে চমকে উঠে তাকাল সে। শাবকের পিছনে হেঁটে আসছিল সিংহী। সিংহকে ভয় পেতে দেখেই জোর পায়ে শাবকের দিকে হেঁটে গেল সিংহী। পাছে ভয় পাওয়ানোর জন্য সন্তানকে সিংহ বকা দেয়, তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আগেভাগেই সেখানে পৌঁছে গেল সিংহী। শাবককে বকা দেওয়ার জন্য উদ্যত হলেও সিংহীকে দেখে শান্ত হয়ে পড়ল পশুরাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement