Viral Video

আবাসনে সাপ ঢুকেছে! শুনেই পৌঁছে গেলেন বলি নায়ক, খালি হাতে সাপ ধরে ভিডিয়োও পোস্ট করলেন

আবাসনের ভিতর একটি সাপ ঢুকে পড়েছে। তা জানতে পেরে আর তর সইল না অভিনেতা সোনু সুদের। ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে হঠাৎ সাপটিকে খালি হাতে ধরে ফেললেন তিনি। বেশ কিছু ক্ষণ হাতের মুঠোয় সেই সাপটিকে ধরে রেখে অতি সাবধানে একটি বস্তার ভিতর পুরে ফেললেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৩:২৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আবাসন চত্বরে একটি মস্ত বড় সাপ ঢুকে পড়েছ‌ে। বাসিন্দারা সকলেই সাপ দেখে ভয়ে তটস্থ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলেন অভিনেতা সোনু সুদ। এগিয়ে গেলেন রক্ষাকর্তা হিসাবে। সাপটি যখন ঘুরে বেড়াচ্ছে, তখন হঠাৎ তা খালি হাতে ধরে ফেললেন সোনু। বেশ কিছু ক্ষণ হাতের মুঠোয় সেই সাপটিকে ধরে রাখলেন।

Advertisement

তার পর অতি সাবধানে একটি বস্তার ভিতর সাপটিকে পুরে ফেললেন অভিনেতা। নিজের সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোনু। তার পর থেকেই তাঁর সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ সমগ্র নেটপাড়া।

শনিবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোনু। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, খালি হাতে একটি সাপ ধরছেন তিনি। অভিনেতা জানান, তিনি যে আবাসনে থাকেন সেখানে এই সাপটি ঢুকে পড়েছিল। সাপটি বিষধর নয়। খালি হাতে সাপটি ধরে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি।

Advertisement

ক্যামেরার দিকে তাকিয়ে সোনু বলেন, ‘‘এই সাপের বিষ নেই। আমাদের আবাসন চত্বরে ঢুকে পড়েছিল। আমার এই ধরনের পরিস্থিতি সামলানোর জন্য আলাদা ভাবে প্রশিক্ষণ নেওয়া রয়েছে। তাই খালি হাতে সাপ ধরতে পারি। কিন্তু আপনারা চেষ্টা করবেন না। এমন কাউকে খবর দিন যাঁরা সাপ ধরার কাজে পটু। খুব সাবধানে পরিস্থিতি সামাল দেবেন।’’

এর পর তিনি সাপটিকে উন্মুক্ত জায়গায় নিরাপদে ছেড়ে দেওয়ার কথা বলেন। এক জন ব্যক্তি একটি বস্তা নিয়ে এলে সাপটিকে ভরে ফেলেন সোনু। তার পর সাপটিকে নিরাপদ জায়গায় ছাড়ার জন্য রওনা দেন অভিনেতা। ভিডিয়োটি পোস্ট করার পর অভিনেতার সাহসের প্রশংসা করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘আপনি খুবই ভাল মানুষ। এত বড় মাপের অভিনেতা হয়েও আপনার মধ্যে কোনও অহঙ্কার নেই। খালি হাতে সাপ ধরতে পারা সামান্য কথা নয়। আপনার সাহসের প্রশংসা করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement