ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সন্ধ্যায় রাস্তায় লোকজন, গাড়িঘোড়া ছুটে চলেছে। মুহূর্তের মধ্যে থমকে গেল সব। সকলের নজর একই দিকে। রাস্তা দিয়ে হেলেদুলে হেঁটে চলেছে হিংস্র সরীসৃপ। কোনও দিকে ভ্রুক্ষেপ নেই তার। নিজের মতো রাস্তায় টহল দিতে বেরিয়েছে সে। লম্বা কুমিরটিকে রাস্তা ছেড়ে দিয়ে সকলে দাঁড়িয়ে পড়লেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘অরবিন্দ শাহ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তায় গুটি গুটি পায়ে হেঁটেচলে বেড়াচ্ছে একটি বড় কুমির। সরীসৃপকে দেখতে রাস্তায় ভিড় জমিয়ে ফেলেছেন স্থানীয়েরা। এমনকি, গাড়িঘোড়া থামিয়ে কুমিরটিকে পথ ছেড়ে দিচ্ছেন সকলে।
শুক্রবার এই ঘটনাটি গুজরাতে বডোদরার ফতেগঞ্জ এলাকায় ঘটেছে। কুমিরটিকে লোকালয়ে দেখে সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীদের খবর পাঠানো হয়। জানা গিয়েছে, কুমিরটির দৈর্ঘ্য ছ’ফুট। বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যান।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্বামিত্রী নদী সংলগ্ন খাল এবং কালভার্ট পরিষ্কার করার কারণে কয়েকটি কুমির জল ছেড়ে পথ ভুল করে ডাঙায় উঠে পড়ছে। জুন মাসের মাঝামাঝি সময় থেকে প্রায় দশটি কুমির উদ্ধার করা হয়েছে। বনবিভাগের তরফে সেই কুমিরগুলিকে পর্যবেক্ষণ করে আবার নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে।