ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দীর্ঘ ক্ষণ ট্রাক চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন তরুণ চালক। নৈশভোজ সারতে রাস্তার ধারে একটি ধাবায় ঢুকে পড়েন তিনি। কিন্তু ধাবায় গিয়ে সামান্য রুটি-তরকারির দাম শুনেই চমকে যান ট্রাকচালক। আকাশছোঁয়া দামে যে সেই ধাবায় রুটি-তরকারি বিক্রি করা হয়, তা জানিয়ে ভিডিয়ো বানাতে শুরু করে দেন চালক। ধাবার মালিকের নজরে পড়তেই ট্রাকচালককে মারধর করতে শুরু করে দেন তিনি। ধাবার অন্য কর্মীরাও সেই তরুণ চালককে উত্তম-মধ্যম দিতে শুরু করেন। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘জ়োয়া খান’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণকে বেধড়ক মারধর করছেন ধাবার মালিক এবং অন্য কর্মীরা। সেই মুহূর্তেও ভিডিয়ো তুলছিলেন ট্রাকচালক। তাঁকে ভিডিয়ো বন্ধ করার হুমকি দিচ্ছিলেন অন্যেরা। তা নিয়েই দু’পক্ষের মধ্যে অশান্তি চলতে থাকে। সম্প্রতি এই ঘটনাটি ঠাণের সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের ভিওয়ান্ডী পড়গা এলাকায় ঘটেছে। তরুণ ট্রাকচালকের নাম নরেন্দ্র তোমার।
রাস্তার ধারে একটি ধাবায় নৈশভোজ সারতে গিয়েছিলেন তিনি। চারখানা রুটির সঙ্গে সামান্য তরকারি অর্ডার দিয়েছিলেন নরেন্দ্র। কিন্তু দাম শুনেই চমকে ওঠেন তিনি। ১৮০ টাকা দিয়ে চারটি রুটি দিয়ে হাফ প্লেট তরকারি পাওয়া যায় সেই ধাবায়। তা জানার পর ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে ভিডিয়ো তুলতে শুরু করেন নরেন্দ্র। রাস্তার ধারের ধাবায় সামান্য রুটি-তরকারির জন্য এত বেশি দাম ধার্য করায় আপত্তি জানান তিনি।
নরেন্দ্রকে ভিডিয়ো বানাতে দেখে তাঁকে মারধর করতে শুরু করেন ধাবার মালিক। ভিডিয়ো কেন বানাচ্ছেন তা নিয়ে অশান্তি শুরু হয় দু’পক্ষের মধ্যে। পরে ধাবার কর্মীরাও এসে নরেন্দ্রকে বেধড়ক মারধর করতে শুরু করেন। এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়লে তা মুম্বই পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। ঠাণের গ্রামীণ পুলিশকে এই বিষয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়।