বরপক্ষ এবং কনেপক্ষের লোকজন খেতে বসেছিলেন। হঠাৎ বিয়েবাড়ির মধ্যে তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। কথা কাটাকাটি থেকে শুরু হলেও পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। অশান্তির নেপথ্যে এক প্লেট বিরিয়ানি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিয়েবাড়ির ভিতর বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে আর সৌজন্য বিনিময় হচ্ছে না। তার পরিবর্তে দু’পক্ষের মধ্যে লেগেছে লড়াই। বিয়েবাড়িতে খাওয়াদাওয়া সারতে বসেছিলেন দু’পক্ষের আত্মীয়েরা। কোনও ভাবে এক প্লেট বিরিয়ানি নিয়ে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়।
ক্রমে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। ঘটনাটি পাকিস্তানের একটি বিয়েবাড়িতে ঘটেছে বলে জানা গিয়েছে। দু’পক্ষের অশান্তি থামানোর চেষ্টাও করছেন অনেকে। কিন্তু তাতে আখেরে কোনও লাভ হচ্ছে না। সকলেই রেগেমেগে হাতাহাতি চালিয়ে যাচ্ছেন। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘আসলে বিরিয়ানি খেতে সকলের এত ভাল লাগে যে, পরে কাণ্ডজ্ঞান লোপ পেয়ে যায়। সুস্বাদু খাবার পাতে কম পড়লে তো রাগ হবেই।’’