ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ছাদের উপর প্রচুর কাঠের পাটাতন রাখা রয়েছে। দিনের বেলায় সেই পাটাতনের উপর বসে রোদ পোহাচ্ছিল একটি পায়রা। ঘাড় ঘুরিয়ে এ দিক-সে দিক তাকাচ্ছিল সে। সুযোগ বুঝে পায়রাটির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল একটি বিড়াল। কিন্তু বিড়ালের দিকে তাকিয়েও ভয় পেল না পায়রাটি। বরং স্বাভাবিক ভঙ্গিতে অন্য দিকে তাকাচ্ছিল সে।
পায়রার হাবভাব দেখে বিড়ালের আচরণেও দেখা গেল আচমকা পরিবর্তন। যে পায়রাটিকে শিকার করবে বলে এগোচ্ছিল, তার ঠোঁটেই চুমু খেয়ে বসল বিড়ালটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দ্যবুলেটিনএক্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি পায়রার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে একটি বিড়াল। এত সন্তর্পণে পা ফেলে সে এগোচ্ছে যে, পায়রাটির বোঝার জো নেই।
অন্য দিকে তাকিয়েছিল পায়রাটি। হঠাৎ বিড়ালের দিকে চোখ পড়ে তার। তবুও খুব শান্ত ভাবে সে এ দিক-ও দিক তাকাতে থাকে। পায়রাটির সামনে গিয়ে আসল ঘটনা বুঝতে পারে বিড়ালটি। পায়রাটি অন্ধ। তাই বিড়ালটি তাকে আক্রমণ করতে আসলে সে দেখতে পায়নি। সব বুঝে পায়রার সামনে গিয়ে দাঁড়াল বিড়ালটি। তার পর পায়রার ঠোঁটে আলতো করে চুমু খেল সে।