Viral Video

মাংসের ভাগ পাওয়া নিয়ে লড়াই! প্রমোদতরীর যাত্রীদের মধ্যে খাবার নিয়ে হাতাহাতি, ভাইরাল ভিডিয়ো

যাত্রীরা এক জায়গায় ভিড় জমিয়ে হাতাহাতি করছেন। কেউ কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন। কেউ আবার চুলের মুঠি ধরে মারপিট করছেন। এই কলহের সূত্রপাত চিকেনের একটি পদকে ঘিরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১৬:০৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রমোদতরীতে সফরের শেষ দিন। যাত্রীদের জন্য চিকেনের একটি বিশেষ পদ রান্না করেছিলেন রাঁধুনি। কিন্তু তা নিয়ে যে বিলাসবহুল প্রমোদতরীর যাত্রীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যাবে তা কল্পনাও করতে পারেননি তিনি। চিকেনের পদটি পরিবেশন করতে না করতেই যাত্রীরা সকলে ভিড় করে এগিয়ে আসেন।

Advertisement

কে আগে সেই পদটি চেখে দেখবেন, তা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় সকলের মধ্যে। বাগ্‌‌‌‌বিতণ্ডা পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘মাইকইজ়টেরা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় এক প্রমোদতরীর ভিতরের ছবি ফুটে উঠেছে। সেখানকার যাত্রীদের মধ্যে হুলস্থুল কাণ্ড। এক জায়গায় জমায়েত করে মারপিট করছেন সকলে। কেউ কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন। কেউ আবার চুলের মুঠি ধরে মারপিট করছেন। এই কলহের সূত্রপাত চিকেনের একটি পদকে ঘিরে।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সকালে এই ঘটনাটি মিয়ামিগামী একটি প্রমোদতরীর ভিতর ঘটে। সেই বিলাসবহুল প্রমোদতরীতে সফরের শেষ দিনে ‘চিকেন টেন্ডার’ নামের একটি বিশেষ পদ পরিবেশন করা হয়েছিল। তা নিয়েই যাত্রীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত এক নিরাপত্তারক্ষী পরিস্থিতি সামাল দিতে উদ্যত হলে সেই চেষ্টা ব্যর্থ হয়।

পরে সাহায্যের জন্য তিনি রেডিয়ো মারফত প্রমোদতরীর অন্য নিরাপত্তাকর্মীদের ডাকেন। নিরাপত্তাকর্মীরা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই প্রসঙ্গে প্রমোদতরীর কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। এই ঘটনায় প্রমোদতরীর কোনও যাত্রী গুরুতর আহত হননি বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement