Viral Video

মালাবদলের অনুরোধে সাড়া দিচ্ছিলেন না ‘দুষ্টু’ কনে, অতিথিদের সামনে কোলে তুলে মণ্ডপে নিয়ে এলেন বরবাবাজি

বিয়ের আসর বসেছে একটি জায়গায়। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্র। পাত্রী দাঁড়িয়ে মঞ্চের নীচে। কনেকে উপরে আনার জন্য তাঁর দিকে হাত বাড়িয়ে দেন ওই পাত্র। কিন্তু সেই হাত না ধরে হাত সরিয়ে নিচ্ছিলেন কনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৮:১০
Share:

জমজমাট বিয়ের আসর। বিয়ের মণ্ডপে হাজির বর-কনে। মালাবদলের তোড়জোড় করছেন সকলে। বিয়ের আচার শুরু করার জন্য উদ্‌গ্রীব পাত্রও। বিয়ের মঞ্চে অতি উৎসাহে কনের হাত ধরার চেষ্টা করছেন হবু বর। এত সহজে ধরা দিতে রাজি নন কনে। ভাবখানা যেন এমন কনের গলায় মালা পরানো কি এতই সোজা! ‘লড়াই’ করে অনুমতি আদায় করতে হবে। অধৈর্য হয়ে শেষমেশ এক কাণ্ড ঘটালেন বর। তাই দেখে সব অতিথি মজা পেয়ে হাসতে শুরু করলেন। লজ্জায় লাল হয়ে উঠলেন কনে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের আসর বসেছে একটি জায়গায়। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্র। পাত্রী দাঁড়িয়ে মঞ্চের নীচে। কনেকে উপরে আনার জন্য তাঁর দিকে হাত বাড়িয়ে দিলেন ওই পাত্র। কিন্তু সেই হাত না ধরে হাত সরিয়ে নিলেন কনে। এক বার নয়, বেশ কয়েক বার পাত্রীর দিকে হাত বাড়িয়ে মালাবদলের জন্য এগিয়ে আসার অনুরোধ করলেন পাত্র। বার বারই হাত সরিয়ে নিলেন কনের সাজে সজ্জিত তরুণী। কনের নাগালই পাচ্ছিলেন না বর।

কনের দুষ্টুবুদ্ধির সঙ্গে পাল্লা দিতে মঞ্চ থেকে নেমে এলেন বর। এগিয়ে এসে সটান কনেকে কোলে তুলে নিয়ে মঞ্চে এলেন। তাই দেখে অতিথিরা উল্লাসে ফেটে পড়ে হাততালি দিতে শুরু করলেন। কনে লজ্জায় অধোবদন হয়ে মুখ ঢাকার চেষ্টা করলেন। ভিডিয়োটি ‘নয়না যাদব’ নামে ফেসবুকের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ১৪ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement