ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দেওয়ালের দিকে মুখ করে নিজেদের মতো খেলায় ব্যস্ত ছিল দু’টি বিড়াল। পোষ্যদের সঙ্গে মশকরা করতে ইচ্ছা করছিল তাদের মালিকের। তাই দেওয়ালে হাতের ছায়া ফেলে দুই পোষ্যকে ভয় দেখানোর চেষ্টা করছিলেন তিনি। তা দেখে ভয় পেয়ে সঙ্গীকে সতর্ক করার জন্য লাফিয়ে পড়ল একটি বিড়াল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘কিউট_পেট্স_মোমেন্টস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দেওয়ালের উপর হাত দিয়ে ছায়াবাজি করছেন এক ব্যক্তি। সেই দেওয়ালের দিকেই মুখ করে বসে রয়েছে তাঁর দুই পোষ্য। এক বিড়াল তার নিজের ছায়ার সঙ্গেই খেলা করতে ব্যস্ত।
কিন্তু অন্য বিড়ালটির নজরে পড়েছে ‘ছায়ারাক্ষস’টি। হাতের ছায়া ক্রমাগত খেলায় মগ্ন বিড়ালটির দিকে এগিয়ে যাচ্ছে। অন্যমনস্ক সঙ্গীকে বাঁচাতে দেওয়ালে লাফ দিয়ে উঠল অন্য বিড়ালটি। ‘শত্রু’র সঙ্গে একাই লড়াই করতে উদ্যত হল সে। বিড়ালের লাফ দেখে ভয় পেয়ে সেখান থেকে সরে গেল তার সঙ্গীটি। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমের পাতায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সঙ্গীকে বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিতেও পারল বিড়ালটি।’’