শিশুটির অটিজ়ম রয়েছে। সব সময় পরিবারের কোনও সদস্য তাকে নজরে রাখেন। ক্ষণিকের অন্যমনস্কতায় সেই শিশুটি বারান্দার রেলিংয়ে উঠে পড়ে।
Viral Video

বহুতলের বারান্দার রেলিংয়ে বসে বিপজ্জনক ভাবে পা দোলাচ্ছে খুদে, উত্তরপ্রদেশের ভিডিয়ো ভাইরাল

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৮:৪০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

উঁচু বহুতলের বারান্দার রেলিংয়ে পা ঝুলিয়ে বসে রয়েছে এক শিশু। মনের সুখে রেলিংয়ের উপর বসে পা দুলিয়ে যাচ্ছে সে। এই দৃশ্যটি এক প্রতিবেশীর নজরে পড়ায় তা ক্যামেরাবন্দি করেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘গাজ়িয়াবাদ_সে_হ্যায়_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক খুদে বহুতলের বারান্দার রেলিংয়ে উঠে বিপজ্জনক ভাবে পা দোলাচ্ছে। এই ঘটনাটি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের ইন্দিরাপুরম এলাকার এক বহুতলে ঘটেছে।

শিশুটিকে এ ভাবে পা দোলাতে দেখে বিপরীত দিকের বহুতলের এক বাসিন্দা সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়লে শিশুটিকে নিয়ে আশঙ্কা প্রকাশ করেন নেটপাড়ার অধিকাংশ। পরে জানা যায়, সেই শিশুটির অটিজ়ম রয়েছে। সব সময় পরিবারের কোনও সদস্য তাকে নজরে রাখেন।

Advertisement

ক্ষণিকের অন্যমনস্কতায় সেই শিশুটি বারান্দার রেলিংয়ে উঠে পড়ে। খেয়াল হতেই তাকে সঙ্গে সঙ্গে বারান্দা থেকে সরিয়ে আনেন পরিবারের এক সদস্য। এই প্রসঙ্গে এক নেটাগরিক লিখেছেন, ‘‘শিশুদের কখনওই চোখের আড়াল হতে দেওয়া উচিত নয়। বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছে সে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement