ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
তিনটি কল খোলা। অনবরত জল পড়ে যাচ্ছে কলগুলি থেকে। তাই সুযোগ পেয়ে সেই জলে স্নান সারার সিদ্ধান্ত নিল এক গোখরো। জলের কল পেঁচিয়ে উপরে উঠে পড়ল সে। তার পর ফণা তুলে বার বার সামনের দিকে এগিয়ে যাচ্ছিল গোখরোটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘বিহারীলালকে_সপনে’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি জলের কলের হ্যান্ডল পেঁচিয়ে রয়েছে এক গোখরো। কল থেকে ঝুলছে তার শরীর। ফণা তুলে সামনের দিকে ছোবল মারতে এগিয়ে যাচ্ছে সে। তার পর জলের তলায় মাথা রেখে স্থির হয়ে যায় গোখরোটি। তাকে দেখে মনে হয় যে, সেই জলেই নির্বিঘ্নে স্নান সারছে বিষধর।
ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখার পর এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘খুবই বিপজ্জনক পরিস্থিতি। এমন অবস্থায় সাপটিকে দেখলে আমি দৌড়ে পালিয়ে যেতাম।’’ আবার এক জন মজা করে লিখেছেন, ‘‘গোখরোটি তো দিব্যি স্নান সেরে নিচ্ছে। গরম আর সহ্য করতে পারছে না বোধ হয়।’’