Viral Video

কুকুরের তাড়া খেয়ে দড়ি ছিঁড়ে দৌড়! ভয় পেয়ে টালির বাড়ির ছাদে লাফিয়ে উঠে পড়ল গরু, ভাইরাল ভিডিয়ো

গরুটিকে চারদিক থেকে ঘিরে ধরেছিল একদল পথকুকুর। ভয়ে লাফাতে শুরু করেছিল গরুটি। কুকুরের ভয়ে দড়ি ছিঁড়ে দৌড় লাগাল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ির সামনে পোষ্য গরুকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন এক কৃষক। কিন্তু পথকুকুরেরা দল বেঁধে এসে গরুটিকে ঘিরে ধরে। ভয় পেয়ে লাফাতে শুরু করে গরুটি। তার পর কুকুরদের আক্রমণ থেকে বাঁচতে দড়ি ছিঁড়ে দৌড়োতে শুরু করে। কুকুরদের তাড়া খেয়ে সোজা একটি টালির বাড়ির ছাদে লাফিয়ে উঠে পড়ে সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সকালে এই ঘটনাটি অন্ধ্রপ্রদেশের নিরাল গ্রামে ঘটেছে। পোষ্য গরুকে বাড়ির সামনে বেঁধে রেখেছিলেন সেই গ্রামের এক বাসিন্দা। পেশায় কৃষক তিনি। গরুটিকে চারদিক থেকে ঘিরে ধরেছিল একদল পথকুকুর। ভয়ে লাফাতে শুরু করেছিল গরুটি। কুকুরের ভয়ে দড়ি ছিঁড়ে দৌড় লাগাল সে।

কুকুরের তাড়া খেয়ে তাদের হাত থেকে বাঁচতে একটি টালির বাড়ির ছাদে উঠে পড়ল গরুটি। ছাদে উঠে চুপচাপ দাঁড়িয়ে ছিল সে। গরুর কাণ্ড দেখে গ্রামবাসীরা সেখানে ভিড় জমিয়ে ফেলেন। পাছে সে ছাদ থেকে পা পিছলে পড়ে যায় সেই ভয়ে দড়ি দিয়ে বেঁধে গরুটিকে ছাদ থেকে দ্রুত নীচে নামিয়ে আনেন সেখানকার স্থানীয়েরা। বাড়ির ছাদের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement