Viral Video

ম্যাগির মধ্যে ভেসে বেড়াচ্ছে মরা পিঁপড়ে! অনলাইনে খাবার অর্ডার করে বিপাকে তরুণী, ভাইরাল ভিডিয়ো

অনলাইন অ্যাপে খাবার অর্ডার করেছিলেন তরুণী। ১০ মিনিটের মধ্যে তাঁর বাড়ির ঠিকানায় চার প্যাকেট ম্যাগি পৌঁছে যায়। খিদের চোটে তাড়াতাড়ি খেতে শুরু করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৫:২৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

খিদের জ্বালায় আর থাকতে পারছিলেন না তরুণী। উপায় না দেখে অগত্যা অনলাইনে খাবার অর্ডার করলেন তিনি। ১০ মিনিটের মধ্যে তরুণীর বাড়ির সামনে খাবার হাজির। কিন্তু খাবারের প্যাকেট খোলার পর গা গুলিয়ে উঠল তরুণীর। খাবারের ভিতর ভেসে বেড়াচ্ছে একগাদা মরা পিঁপড়ে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সুখোক্রিয়েট্স_’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ম্যাগির ভিতর ভেসে বেড়াচ্ছে মৃত পিঁপড়ে।

খাবারের কোনও প্যাকেট একদম ফাঁকা। আবার কোনও প্যাকেটের তলানিতে সামান্য ম্যাগি পড়ে রয়েছে। সেখানেই একগাদা মরা পিঁপড়ে রয়েছে। ভিডিয়োয় এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এক তরুণী। তিনি জানিয়েছেন যে, অনলাইন অ্যাপে খাবার অর্ডার করেছিলেন তিনি।

Advertisement

১০ মিনিটের মধ্যে তাঁর বাড়ির ঠিকানায় চার প্যাকেট ম্যাগি পৌঁছে যায়। খিদের চোটে তাড়াতাড়ি খেতে শুরু করেন তিনি। কিন্তু খাবার যখন প্যাকেটের একেবারেই তলানিতে, তখন প্রচুর মরা পিঁপড়ে ভেসে থাকতে দেখতে পান তরুণী। সঙ্গে সঙ্গে ভিডিয়োটি ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন তিনি। এমন পরিষেবার জন্য সংস্থার প্রতি ক্ষোভও উগড়ে দিয়েছেন তরুণী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement