Viral Video

ভারী বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে নদী, ঝুঁকি নিয়ে সাঁতার কেটে প্রাণ বাঁচাল সারমেয়, মানালির ভিডিয়ো ভাইরাল

খরস্রোতের মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। কী ভাবে নদী পার করবে তা ঠাহর করতে পারছে না সে। এক পাথর থেকে অন্য পাথরে লাফ দিয়ে এগিয়ে যাচ্ছিল কুকুরটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বৃষ্টির ফলে ফুলেফেঁপে উঠেছে খরস্রোতা। নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। জলের তীব্র স্রোতের ফলে আর নদীর পারে যেতে পারছে না সে। শেষ পর্যন্ত প্রাণের ঝুঁকি নিয়ে জলে নেমে পড়ল কুকুরটি। জলস্রোতের বিপরীতে সাঁতার কেটে পারের দিকে যেতে শুরু করল সে। বহু কষ্ট করে নদী সাঁতরিয়ে ডাঙায় উঠে পড়ল কুকুরটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘অ্যাক্টিভিটিমানালি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়‌েছে যে, খরস্রোতার মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। কী ভাবে নদী পার করবে তা ঠাহর করতে পারছে না সে। এই ঘটনাটি মঙ্গলবার হিমাচল প্রদেশের মানালিতে ঘটেছে।

খরস্রোতের মাঝে এক পাথর থেকে অন্য পাথরে লাফ দিয়ে এগিয়ে যাচ্ছিল কুকুরটি। উপায় না দেখে জলে নামতে হল তাকে। জলের স্রোতের বিপরীতে সাঁতার কাটতে শুরু করল সে। একসময় জলের তোড়ে ভেসে যাওয়ার উপক্রম হয় তার। কোনও রকমে নিজেকে সামলে সাঁতার কেটে পারে উঠে পড়ে সে। ভিডিয়োটি দেখে ভয়ে তটস্থ হয়ে পড়েছিলেন নেটাগরিকদের একাংশ। কেউ কেউ আবার কুকুরের সাহসিকতার প্রশংসা করেছেন। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘প্রাণের ঝুঁকি নিয়ে নদী পার করেছে কুকুরটি। অতুলনীয় সাহস রয়েছে তার।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement