ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
আইসক্রিমের গাড়ির আওয়াজ শোনার পর থেকে আর অন্য কোনও দিকে মন নেই পোষ্য কুকুরের। ফুটপাতের উপরেই বসে পড়েছে সে। আর নড়নচড়ন নেই তার। গাড়ির আওয়াজ যে দিক থেকে ভেসে আসছে, একদৃষ্টে সে দিকেই তাকিয়ে বসে রয়েছে সে। তার সামনে আইসক্রিমের গাড়ি এসে থামতেই আনন্দে লেজ নাড়ানো শুরু হল তার। একছুটে গাড়ির সামনে চলে গেল সে।
আইসক্রিমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল কুকুরটি। আইসক্রিম বানিয়ে কুকুরটিকে খাইয়ে দিলেন এক তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘বুইটেনজেবাইডেন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক পোষ্য কুকুর ফুটপাতের উপর চুপচাপ বসে রয়েছে। রাস্তার যে দিক থেকে আইসক্রিমের গাড়ি আসছে, সে দিকেই ঘাড় ঘুরিয়ে একদৃষ্টে তাকিয়ে রয়েছে কুকুরটি।
গাড়িটি কুকুরের সামনে এসে দাঁড়াল। তা দেখেই আনন্দে লেজ নাড়াতে শুরু করল সে। একছুটে গাড়ির সামনে চলে গেল কুকুরটি। তাকে দেখে এক তরুণ আইসক্রিম বানাতে শুরু করলেন। তার পর গাড়ির জানলা খুলে কুকুরটিকে নিজের হাতে আইসক্রিম খাইয়ে দিলেন তিনি। মাঝেমধ্যে আবার কুকুরটির নাকে-গালে আদর করে দিলেন তরুণ। আদর খাওয়ার পাশাপাশি গপগপ করে আইসক্রিম খেয়ে ফেলল কুকুরটি। খাওয়াদাওয়া শেষ করে আবার ফিরে গেল সে।