ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
হাতে হাত রেখে একদৃষ্টে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন তরুণ-তরুণী। আজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি গ্রহণ করছেন তাঁরা। তাঁদের জীবনের এই শুভ মুহূর্তের সাক্ষী থাকার জন্য সেখানে উপস্থিত ছিলেন আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা। কিন্তু নবদম্পতির দিকে নজর ছিল না অতিথিদের। বরং তাঁরা সকলে মজে গেলেন একদল হাঁস নিয়ে। তরুণ এবং তরুণী যখন প্রতিশ্রুতি গ্রহণ করতে ব্যস্ত, তখন বিয়েবাড়ির অনুষ্ঠানে সারি বেঁধে ঢুকে পড়ল একদল হাঁস। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ডিকাটুর_হাউস_রেন্টাল্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একদল হাঁস বিয়েবাড়ির অনুষ্ঠানে ঢুকে পড়েছে। সেই সময় একে অপরের চোখে চোখ রেখে প্রতিশ্রুতি গ্রহণ করছিলেন পাত্র-পাত্রী। সেই শুভ মুহূর্তে তাঁদের দিকেই তাকিয়েছিলেন অতিথিরা।
কিন্তু সমস্ত দৃষ্টি আকর্ষণ করে ফেলল হাঁসগুলি। ‘অনাহূত অতিথি’দের দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন সকলে। পাত্রী তো তাদের দেখে মুগ্ধই হয়ে পড়লেন। অনুষ্ঠানে ঢুকে পড়ে পাত্রের পিছন দিয়ে হেঁটে হেঁটে অন্য দিকে চলে গেল হাঁসগুলি। এই ঘটনাটি ওয়াশিংটনে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কী মিষ্টি ভিডিয়ো! দেখেই মন ভরে গেল।’’