Viral Video

ডানা ঝাপটে পিলে চমকে দিল রাজহাঁস! পাখির তাড়ায় পালাল ভিতু গোরিলা, মজার ভিডিয়ো ভাইরাল

ডানা ঝাপটে গোরিলার দিকে এগিয়ে যাচ্ছে একটি রাজহাঁস। তার ডানা ঝাপটানি দেখে ভয় পেয়ে লাফিয়ে লাফিয়ে পিছিয়ে যাচ্ছে গোরিলাটি। বুকে দুমদাম করে ঘুষিও মারছে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১০:০১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আকারে বিশাল হলে কী হবে! সামান্য পাখি দেখেই প্রাণ হাতে চলে এল তার। রাজহাঁসকে দেখে ভয়ে দৌড় দিয়ে পালিয়ে গেল একটি গোরিলা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘পসামপ্ল্যানেট০’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বিশাল চেহারার গোরিলার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে একটি রাজহাঁস। ডানা ঝাপটে গোরিলার দিকে এগিয়ে যাচ্ছে সে। রাজহাঁসের ডানা ঝাপটানি দেখে ভয় পেয়ে লাফিয়ে লাফিয়ে পিছিয়ে যাচ্ছে গোরিলাটি। বুকে দুমদাম করে ঘুষিও মারছে সে।

এর পর রাজহাঁসের তাড়া খেয়ে পালিয়ে গেল গোরিলাটি। গাছের আড়ালে লুকিয়ে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করল সে। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য সেই ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখার পর হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘গোরিলাটি তো দেখছি খুবই ভীতু! শুধু আকার-আয়তনেই বড়। সাহসের বেলায় লবডঙ্কা!’’ আবার এক জন নেটব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘‘মস্ত বড় গোরিলাটিকে ভয় পাইয়ে দারুণ মজা পেয়েছে রাজহাঁসটি। কিছুতেই তার পিছু ছাড়ছে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement