ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কাচের ঘরের ভিতর বন্দি রয়েছে তিনটি বিড়ালছানা। কিন্তু তারা খেলাধুলা করছে না। বরং এক বিড়ালছানা সুযোগ বুঝে বন্ধুর কাছে বিনামূল্যে পরিষেবা নিতে ব্যস্ত। চুপচাপ বসে থাকতে দেখা যাচ্ছে একটি বিড়ালবাচ্চাকে। বন্ধুকে দিয়ে পিঠে মালিশ করাচ্ছে সে। বন্ধুও বাধ্য হয়ে বিড়ালছানার পিঠে মালিশ করে যাচ্ছে। তৃতীয় বিড়ালছানাটি বসে বসে সেই দৃশ্য উপভোগ করছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ক্যাটওয়ার্ল্ড১কে’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিড়ালছানা নিশ্চিন্তে বসে রয়েছে। তার পিছনে দাঁড়িয়ে রয়েছে অন্য একটি বিড়ালছানা। বন্ধুর পিঠে সামনের দুই পা তুলে থাবা ঘষে মালিশ করতে ব্যস্ত সে।
বন্ধুর কাছে এই সেবা নিতে সঙ্কোচ হচ্ছে না অন্য বিড়ালছানার। তাকে দেখে মনে হচ্ছে যে, বন্ধুর কাছে এই ধরনের সেবাই যেন তার প্রাপ্য। ঘরের ভিতর ছিল তৃতীয় একটি বিড়ালছানা। বসে বসে এই দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগ করছিল সে। সেবা নিয়ে মন ভরে গেলে তার পর সেখান থেকে বন্ধুকে না জানিয়ে সরে পড়ে বিড়ালছানাটি।