Viral Video

কাটতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল গাছ, ধসে পড়ল বৃদ্ধের বাড়ি, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

গাছ কাটার ফলে যে বাড়িটি ভেঙে পড়েছে, সেখানে সঙ্গিনীকে নিয়ে থাকতেন ৬৫ বছরের বৃদ্ধ। ২০ বছর ধরে সেই বাড়িতে ছিলেন তিনি। বন্যাপ্রবণ এলাকায় আর থাকতে চান না বলে অন্য জায়গায় বাড়ি স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন ড্যানিয়েল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৮:০৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বন্যাপ্রবণ এলাকায় বাড়ি বৃদ্ধের। সঙ্গিনীর সঙ্গে সেখানেই ২০ বছর ধরে রয়েছেন তিনি। কিন্তু আর ঝুঁকি নিতে চান না বৃদ্ধ। তাই অন্য জায়গায় এই বাড়ি তুলে নিয়ে যেতে চান তিনি। তবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চওড়া রাস্তা নেই সেখানে। বাধা হয়ে দাঁড়াচ্ছে একটি মস্ত বড় গাছ। তাই বাধ্য হয়ে সেই গাছটি কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বৃদ্ধ। কিন্তু গাছ কাটাতে গিয়ে ঘোর বিপদ নেমে পড়ল বৃদ্ধের জীবনে।

Advertisement

হুড়মুড় করে গাছটি ভেঙে পড়ল বাড়ির ছাদে। সেই ভারে বাড়িটিও তাসের ঘরের মতো ধসে পড়ল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘জ্যাম.প্রেসজার্নো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাছ কাটার পর তা হেলে পড়ল একটি বাড়ির দিকে। বাড়ির ছাদে হুড়মুড় করে ভেঙে পড়ল গাছটি। বাড়ির ছাদটিও তাসের ঘরের মতো ভেঙে পড়ে গেল মুহূর্তে।

Advertisement

২৩ জুন কানাডার কিউবেকে এই ঘটনাটি ঘটেছে। গাছ কাটার ফলে যে বাড়িটি ভেঙে পড়েছে, সেখানে সঙ্গিনীকে নিয়ে থাকতেন ৬৫ বছরের বৃদ্ধ ড্যানিয়েল ডেলিসল। ২০ বছর ধরে সেই বাড়িতে ছিলেন তিনি। বন্যাপ্রবণ এলাকায় আর থাকতে চান না বলে অন্য জায়গায় বাড়ি স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন ড্যানিয়েল। বাড়ি সরানোর পথে একটি গাছ বাধা সৃষ্টি করায় সেই গাছটি কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন ড্যানিয়েল।

গাছটি কাটার সময় যে দিকে হেলে পড়ার কথা ছিল, তার বিপরীত দিকে হেলে পড়তে শুরু করে এবং বৃদ্ধের বাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। বাড়ি মেরামতের জন্য তহবিলে অর্থ সংগ্রহ করছেন ড্যানিয়েলের প্রতিবেশীরা। এখনও পর্যন্ত সেই তহবিলে ৬৫০ ইউরো (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬৫ হাজার ১৫৪ টাকা) জমা পড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement